Home > শহর বাঁকুড়া > মৃত নৈশ প্রহরী নাজিবউদ্দিনের পরিবারকে সমবেদনা জানালেন আইএসএফ এর প্রতিনিধি দল,খুনীরা গ্রেপ্তার না হলে আন্দোলনের হুমকি।
মৃত নৈশ প্রহরী নাজিবউদ্দিনের পরিবারকে সমবেদনা জানালেন আইএসএফ এর প্রতিনিধি দল,খুনীরা গ্রেপ্তার না হলে আন্দোলনের হুমকি।
BY Manasi Das14 Nov 2023 5:09 PM IST

X
Manasi Das14 Nov 2023 5:27 PM IST
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : পাতাকোলায় মৃত নৈশ প্রহরী নাজিবউদ্দিন দালালের পরিবারকে সমবেদনা জানালেন আইএসএফ এর প্রতিনিধি দল। সোমবার তারা শহরের কেঠারডাঙ্গায় মৃতের বাড়িতে যান। এবং পরিবারের পাশে থাকা ও আইনি সহায়তার আশ্বাস দেন। আইএসএফের বাঁকুড়া জেলা কমিটির পক্ষে জুলকার খান জানান,এটি একটি মর্মান্তিক খুনের ঘটনা।তাই তারা অবিলম্বে খুনীদের গ্রেপ্তারের দাবী জানাচ্ছেন। পাশাপাশি,তার অভিমত এই ঘটনা উত্তর প্রদেশ,বিহারের বাতাবরনকে মনে করিয়ে দিচ্ছে।এটা কাম্য নয়।
এই বাংলায় সৌভ্রাতৃত্বের যে নজির রয়েছে।তা বজায় রাখতে হবে।তার দায় পুলিশের। আর এই খুনের ঘটনায় দোষীরা গ্রেপ্তার না হলে আইএসএফ আন্দোলনে নামতে বাধ্য হবে বলেও জানান তিনি।
👁️🗨️দেখুন🎦ভিডিও। 👇
Next Story