সায়ন্তিকার সাথে সৌজন্য সাক্ষাৎ কোনগোপন বৈঠক নয়,সাফ জানালান নিলাদ্রি দানা।
BY Manasi Das11 Dec 2021 6:12 AM IST

X
Manasi Das11 Dec 2021 6:23 AM IST
সায়ন্তিকার সাথে সৌজন্য সাক্ষাৎ কোন গোপন বৈঠক নয়,সাফ জানালান নিলাদ্রি দানা। পথ দুর্ঘটনায় আহত সায়ন্তিকা কে বাাঁকুড়া সার্কিট হাউসে দেখা করতে যান বিজেপি বিধায়ক নিলাদ্রি দানা। প্রসঙ্গত,দিন কয়েক আগে নিলাদ্রি দানার বিরুদ্ধে সায়ন্তিকার নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের মিছিল থেকে চোর,চোর স্লোগান দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে জেলার রাজনীতি সরগরম হয়ে উঠেছিল।
তার পর এই সোজন্য সাাক্ষৎ নিয়ে প্রশ্ন ওঠায় নিলাদ্রি দানা নিজেই সাাংবাদিকদের জানিয়ে দেন এই সাাক্ষৎ সৌজন্যমুলক। এতে কোন গোপন এজেন্ডা নেই। যদিও এনিয়ে জেলার রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়ে গেছে।
👁️দেখুন 🎦 ভিডিও। 👇
Next Story