কোভিড হানা অব্যাহত! জেলায় একদিনে নুতন করে কোভিড আক্রান্ত ১০৩ জন, মৃত ১।
জেলায় কোভিড হানা অব্যাহত! একদিনে কোভিড আক্রান্ত হলেন ১০৩ জন। পাশাপাশি কোভিড আক্রান্ত ১ রোগীর মৃত্যুও হয়েছে। ফলে জেলায় কোভিড আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ২১ জন। আর জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২,৭৫২ জন। পাশাপাশি সেরেও উঠেলেন ২,১৬৮ জন রোগী।
BY Manasi Das2 Sept 2020 11:08 PM IST

X
Manasi Das3 Sept 2020 8:35 AM IST
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জেলায় কোভিড হানা অব্যাহত। একদিনে জেলায় কোভিড আক্রান্ত হলেন ১০৩ জন। ফলে জেলায় মোট আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় বেড়ে হল ২,৭৫২ জন। পাশাপাশি একজন কোভিড রোগী মারাও গেলেন। জেলায় সব মিলিয়ে ২১ জনের প্রাণ কেড়ে নিল এই মারণ ভাইরাস। এরই মধ্যে একদিনে ৮৭ জন আবশ্য কোভিডের সাথে লড়াই করে সুস্থ জীবন ফিরে পান এদিন। ফলে জেলায় মোট সেরে ওঠার সংখ্যা দাঁড়াল ২,১৬৮ জনে। এবং এই মুহূর্তে জেলায় সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা ৫৬৩ জন বলে ১ সেপ্টেম্বরের নিরিখে আজকে প্রকাশিত কোভিড বুলেটিন থেকে এই তথ্য মিলেছে।
দেখুন 🎦 ভিডিও। 👇
Next Story