শহর বাঁকুড়া

মনসার পোড়ামাটির চালির চল কমছে ! জঙ্গলমহলেও মনসা পুজিত হচ্ছেন কুমোরটুলির আদলে তৈরি প্রতিমায়।

জেলার পোড়ামাটির শিল্পীদের মনসা পুজোকে কেন্দ্র করে রুজি রোজগার ভালোই হত।ইদানীং মনসার চালির পরিবর্তে প্রতিমা পুজোর দিকে ঝোঁক বাড়ায় এই পোড়া মাটির শিল্পীদের রুজি,রুটিতে ভাটা পড়বে এমন আশঙ্কা যেমন বাড়ছে, তেমনি লোক উৎসবকে কেন্দ্র করে লোক শিল্পীদের আর্থ- সামাজিক যে কাঠামো গড়ে উঠেছিল তার বাঁধন আলগাও হতে শুরু করেছে।

মনসার পোড়ামাটির চালির  চল কমছে ! জঙ্গলমহলেও মনসা পুজিত হচ্ছেন কুমোরটুলির আদলে তৈরি প্রতিমায়।
X
জেলার পোড়ামাটির শিল্পীদের মনসা পুজোকে কেন্দ্র করে রুজি রোজগার ভালোই হত।ইদানীং মনসার চালির পরিবর্তে প্রতিমা পুজোর দিকে ঝোঁক বাড়ায় এই পোড়া মাটির শিল্পীদের রুজি,রুটিতে ভাটা পড়বে এমন আশঙ্কা যেমন বাড়ছে, তেমনি লোক উৎসবকে কেন্দ্র করে লোক শিল্পীদের আর্থ- সামাজিক যে কাঠামো গড়ে উঠেছিল তার বাঁধন আলগাও হতে শুরু করেছে।
Next Story