শহর বাঁকুড়া

প্রাথমিক শিক্ষকদের অনেকেই চাকুরীতে সিনিয়ার হয়েও পাচ্ছেন কম বেতন,সরব হল উস্থি,সমস্যা না মিটলে ২৮ জানুয়ারি কলকাতায় ফের বড়ো আন্দোলনের হুমকি।

প্রাথমিক শিক্ষকদের অনেকেই চাকুরীতে সিনিয়ার হয়েও পাচ্ছেন কম বেতন,সরব হল উস্থি,সমস্যা না মিটলে ২৮ জানুয়ারি কলকাতায় ফের বড়ো আন্দোলনের হুমকি।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বিধানসভা ভোটের আগে ফের প্রাথমিক শিক্ষকদের বিক্ষোভে মহা নগর উত্তালের হুমকী দিল প্রাথমিক শিক্ষকদের অরাজনৈতিক সংগঠন উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন। রাজ্যের প্রাথমিক শিক্ষকদের বেতনক্রম উত্তরণের আদেশ নামার অসঙ্গতির জন্য অনেক সিনিয়ার শিক্ষক,শিক্ষিকা কমহারে বেতন পাচ্ছেন। এরই প্রতিবাদে ও আরো ৬ দফা দাবীতে আজ সারা রাজ্যের সাথে বাঁকুড়া ডি,এই অফিসে ডেপুটেশন কর্মসূচিতে সামিল হন উস্থির সদস্যরা।


* বেতন বৈষম্য এর উদাহরণ।


অফিস চত্বরে অবস্থান বিক্ষোভও চলে। বাঁকুড়া জেলার সভাপতি অরিন্দম খাড়া এদিন সাংবাদিকদের বলেন, এই বেতন কাঠামো উত্তরণের আদেশনামার স্পষ্টীকরণ এবং ১/১/২০০৬ থেকে নোশোনাল এফেক্ট কার্যকর ও সিনিয়ার শিক্ষকদের বেতন বৈষম্য দূর করার দাবী অবিলম্বে মানা না হলে সারা রাজ্যের প্রাথমিক শিক্ষক,শিক্ষিকারা ফের আগামী ২৮ শে জানুয়ারি থেকে কলকাতার রাজপথে বড়ো আন্দোলনে নামবেন।


যদি শেষ পর্যন্ত আন্দোলনে নামে উস্থি তাহলে ভোটের মুখে চাপে পড়বে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তার আগে রাজ্য সরকার উস্থির দাবী মেনে নেওয়ার পথে হাঁটে কিনা? সেটাই এখন দেখার।

দেখুন 🎦 ভিডিও। 👇



Next Story