শহর বাঁকুড়া

বাঁকুড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদে ২২শে শ্রাবণে কবি স্মরণ,রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করলেন সাংসদ অরূপ চক্রবর্তী।

এদিন বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের কার্য্যালয় বিদ্যাভবনে নব নির্মিত রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করলেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী। রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস উপলক্ষ্যে এদিন বিদ্যাভবনের সভাকক্ষে ছিল রবীন্দ্র আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বকবিকে শ্রদ্ধা জ্ঞাপনের আয়োজন।

বাঁকুড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদে ২২শে শ্রাবণে কবি স্মরণ,রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করলেন সাংসদ অরূপ চক্রবর্তী।
X

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : আজ ২২শে শ্রাবণ।কবিগুরুর মহা প্রয়াণ দিবস। ১৩৪৮ বঙ্গাব্দের ২২ শে শ্রাবন, ইংরাজীর ১৯৪১ সালের ৭ই আগস্ট শ্রাবণের বারিধারার বিলীন হয়ে গিয়েছিলেন তিনি। বাঙ্গালীর মননে,স্মরণের মধ্য দিয়ে এই দিনটিতে কবিগুরু রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় নানান অনুষ্ঠানের মাধ্যমে।এদিন বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের কার্য্যালয় বিদ্যাভবনে নব নির্মিত রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করলেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী।রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস উপলক্ষ্যে এদিন বিদ্যাভবনের সভাকক্ষে ছিল রবীন্দ্র আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বকবিকে শ্রদ্ধা জ্ঞাপনের আয়োজন।এই দিন,কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে রবীন্দ্র আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সুচনা করেন সাংসদ অরূপ চক্রবর্তী।

রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জ্ঞাপন করেন বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি ড. শ্যামল সাঁতরা, বাঁকুড়া জেলা বিদ্যালয় পরিদর্শক জগবন্ধু বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। সাংসদ অরূপ চক্রবর্তী ও শ্যামল সাঁতরা জানান, কবিগুরুর মহাপ্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানাতেই এই দিনটিতে বিদ্যাভবনে রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তি স্থাপন করা হল। এইদিনের অনুষ্ঠানে, জেলার বিভিন্ন প্রান্তের প্রাথমিক শিক্ষক,শিক্ষিকা, বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের কর্মী ও আধিকারিকরা,সহ বিদ্যালয় পরিদর্শক অবর বিদ্যালয় পরিদর্শকদের পাশাপাশি শিক্ষানুরাগী এবং ছাত্র,ছাত্রীদের উপস্থিতিতে অনুষ্ঠানটিকে সাফল্য মন্ডিত হয়ে ওঠে।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও 👇



Next Story