শহর বাঁকুড়া

এক্তেশ্বরে শ্রাবণী অন্নকূট উৎসবে প্রায় ত্রিশ হাজার ভক্তের সমাগম,ওয়াকিটকি দিয়ে ক্রাউড ম্যানেজমেন্ট উৎসব কমিটির।

এক্তেশ্বর মন্দির কমিটির পক্ষে সত্যেন দত্ত জানান,এবছর এই উৎসব সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য ওয়কিটকি ব্যবহার করা হয়েছে। এছাড়া জেলা পুলিশ ও প্রশাসনের সযোগিতা তো রয়েছেই। তিনি বলেন, এদিন প্রায় ত্রিশ হাজার ভক্তের সমাগম হয়।

এক্তেশ্বরে শ্রাবণী অন্নকূট উৎসবে প্রায় ত্রিশ হাজার ভক্তের সমাগম,ওয়াকিটকি দিয়ে ক্রাউড ম্যানেজমেন্ট উৎসব কমিটির।
X

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : আজ ২৪ শে শ্রাবণ।রাত পোহালেই শ্রাবনের শেষ সোমবার।রীতি অনুযায়ী শ্রাবণের শেষ সোমবারের আগের দিন অর্থাৎ রবিবার বাঁকুড়ার এক্তেশ্বর শিব ধামে আয়োজন করা হয় অন্নকূট উৎসবের৷ এই দিন অন্নভোগ গ্রহণের জন্য সকাল থেকেই পূণ্যার্থীদের লাইন পড়ে যায়। একেবারে এক্তেশ্বর ধামের দ্বারকেশ্বর নদী তীরের প্রবেশ তোরন থেকে লাইন শুরু হয়। লাইন ধরে মন্দির চত্ত্বরে প্রবেশের পর অন্নকূট গ্রহণের ব্যবস্থা ছিল। বেলা বাড়ার সাথে,সাথে ভীড় বাড়তে থাকে। মন্দির চত্ত্বরে বিশাল এলাকা জুড়ে বসে পাতা - পেড়ে অন্নভোগ খাওয়ানোর ব্যবস্থা করা হয়। ছিল মহিলা ও পুরুষের জন্য বসার পৃথক জায়গার ব্যবস্থাও ছিল। প্রায় দুশো জন স্বেচ্ছাসেবক এই দিন প্রসাদ বিতরণের দায়িত্ব সামাল দেয়।

এক্তেশ্বর মন্দির কমিটির পক্ষে সত্যেন দত্ত জানান,এবছর এই উৎসব সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য ওয়কিটকি ব্যবহার করা হয়েছে। এছাড়া জেলা পুলিশ ও প্রশাসনের সযোগিতা তো রয়েছেই। তিনি,বলেন এবছর প্রায় ত্রিশ হাজার ভক্তের সমাগম হয় এই অন্নকূট উৎসবে।অনেক ভক্ত আছেন যারা প্রতি বছর এই অন্নকূট উৎসবের মহা প্রসাদ গ্রহন করতে আসেন। প্রসাদ গ্রহণের পাশাপাশি নিজের,পরিবারের ও সবার জন্য বাবার কাছে মঙ্গল কামনা করে প্রার্থনাও সারেন এই ভক্তরা।হাজার,হাজার ভক্তের ভীড়ে এদিন এক্তেশ্বর মন্দির চত্ত্বর কানায়,কানায় ভরে ওঠে।প্রায় হাজার ত্রিশেক শ্রদ্ধালু এই অন্নকূট উৎসবে শিবের মহা প্রসাদ গ্রহণ করে তৃপ্তচিত্তে ঘরে ফেরেন।

👁️‍🗨️দেখুন 🎦 ভিডিও। 👇


Next Story