শহর বাঁকুড়া

স্বনির্ভরতার পাঠ দিতে দক্ষিণবঙ্গের চার জেলার কুষ্ঠ রোগীদের নিয়ে গৌরীপুরে এনএলআর ইন্ডিয়া ফাউন্ডেশননের কর্মশালা।

এই কর্মশালায় উপস্থিত ছিলেন বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানের প্রায় ১৫টি গ্রাম থেকে আসা ৫৩ জন কুষ্ঠ রোগী। তাদের মুলত সাবলম্বী করে তোলায় এই কর্মশালার উদ্দেশ্য ছিল।

স্বনির্ভরতার পাঠ দিতে দক্ষিণবঙ্গের চার জেলার কুষ্ঠ রোগীদের নিয়ে গৌরীপুরে এনএলআর ইন্ডিয়া ফাউন্ডেশননের কর্মশালা।
X

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : স্বেচ্ছাসেবী সংস্থা এনএলআর ইন্ডিয়া ফাউন্ডেশনের উদ্যোগে গ্রাম কমিটির সদস্য, সারা বাংলা কুষ্ঠ কল্যাণ সমিতির প্রতিনিধি এবং বিভিন্ন গ্রামের স্বেচ্ছাসেবকদের নিয়ে কুষ্ঠ রোগীদের সক্ষমতা বৃদ্ধির ওপর একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়ে গেল বাঁকুড়ার গৌরীপুর কুষ্ঠ হাসপাতালের মিলন সংঘ ক্লাবে। গত রবিবারের এই কর্মশালায় উপস্থিত ছিলেন দক্ষিণ বঙ্গের বাঁকুড়া,পশ্চিম মেদিনীপুর,পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান এই চার জেলার প্রায় ১৫টি গ্রাম থেকে আসা ৫৩ জন কুষ্ঠ রোগী। তাদের মুলত সাবলম্বী করে তোলায় এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল।গ্রাম পর্যায়ে থাকা এই সকল কুষ্ঠরোগী এবং তাদের পরিবারগুলির পাশে দাঁড়াতে স্থানীয় নেতৃত্ব এবং এলাকার স্বেচ্ছাসেবকদের আরও দক্ষ করে তোলার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

এদিনের কর্মশালায় সেরে ওঠা কুষ্ঠ রোগীদের পুনর্বাসন, বিকলাঙ্গতা প্রতিরোধ, জীবিকা ও দক্ষতা উন্নয়ন, নিরাপদ পানীয় জল ও স্যানিটেশন ব্যবস্থার মান উন্নয়নের জন্য বিশেষজ্ঞ দলের আলোচনার পাশাপাশি প্রশিক্ষণ দেওয়ারও ব্যবস্থা ছিল। এদিন, কর্মশালায় এনএলআর ইন্ডিয়া ফাউন্ডেশনের ডঃ অরূপ কুমার চক্রবর্তী এবং বিজয় কুমার ঘোষ বক্তা হিসেবে অংশ নেন।এছাড়া,উপস্থিত ছিলেন সারা বাংলা কুষ্ঠ কল্যাণ সমিতির নব কুমার দাস,যোগেন দাস প্রমুখ। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে আরও কয়েকটি জেলায় একই ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে, যাতে কুষ্ঠরোগীদের গ্রামগুলোর উন্নয়নে আরও গতিশীলতা আনা যায়। এবং এই চার জেলার সাথে আরও অন্যান্য জেলা এই কর্মসুচির সাথে যুক্ত হবে।

Next Story