Home > শহর বাঁকুড়া > ৪৮ ঘন্টার মধ্যে নতুনচটির জোড়া খুনের কিনারা,দুর্গাপুর থেকে গ্রেপ্তার মুল অভিযুক্ত পিন্টু,তার স্ত্রী ও দুই ছেলে।
৪৮ ঘন্টার মধ্যে নতুনচটির জোড়া খুনের কিনারা,দুর্গাপুর থেকে গ্রেপ্তার মুল অভিযুক্ত পিন্টু,তার স্ত্রী ও দুই ছেলে।
দুর্গাপুর বাসস্ট্যান্ড থেকে রুইদাস পরিবার অন্যত্রে গা ঢাকা দেওয়ার ছক কষেছিল।কিন্তু তা ভেস্তে যায়।কোকওভেন থানার সহযোগিতায় বাঁকুড়া পুলিশ চারজনকে ধরে ফেলে।
BY Manasi Das5 Dec 2023 11:50 PM IST

X
Manasi Das5 Dec 2023 11:50 PM IST
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : জায়গা সংক্রান্ত বিবাদের জেরে শহরের নতুনচটি এলাকায় অবসর প্রাপ্ত শিক্ষক মথুর মোহন দত্ত এবং ও তার ছেলে শ্রীধর দত্ত খুনের ঘটনায় দুর্গাপুর বাস স্ট্যান্ড থেকে মুল অভিযুক্ত মথুরবাবুর প্রতিবেশী পিন্টু রুইদাস,তার স্ত্রী নমিতা রুইদাস এবং দুই ছেলে মহেশ্বর ও বিশ্বেশ্বর এই চার জনকে আজ গ্রেপ্তার করে বাঁকুড়া সদর থানার পুলিশ। আজ সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে এই খবর দেন জেলার পুলিশ সুপার বৈভব তেওয়ারী। তিনি বলেন নতুনচটির জোড়া খুনের ঘটনার ৪৮ ঘন্টার মধ্যেই অভিযুক্তদের ধরতে পেরেছে পুলিশ।দুর্গাপুর বাসস্ট্যান্ড থেকে রুইদাস পরিবার অন্যত্রে গা ঢাকা দেওয়ার ছক কষেছিল।কিন্তু তা ভেস্তে যায়।কোকওভেন থানার সহযোগিতায় বাঁকুড়া পুলিশ চারজনকে ধরে ফেলে।
👁️🗨️দেখুন 🎦ভিডিও।
Next Story