শহর বাঁকুড়া

বাঁকুড়া২৪X৭ পরিবারের প্রাণ পুরুষ সাহিত্যিক,সাংবাদিক পদ্মলোচন দাস প্রয়াত। বাঁকুড়া২৪X৭ এর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি।

বাঁকুড়া২৪X৭ পরিবারের প্রাণ পুরুষ সাহিত্যিক,সাংবাদিক পদ্মলোচন দাস প্রয়াত। বাঁকুড়া২৪X৭ এর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাঁকুড়া২৪X৭ পরিবারের প্রাণ পুরুষ সাহিত্যিক, সাংবাদিক পদ্মলোচন দাস প্রয়াত। তাঁর প্র‍য়াণে শোকাহত বাঁকুড়া২৪X৭ পরিবার। সোমবার রাতে বাঁকুড়া শহরের রামপুর হাজরাগলি স্থিত নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। গত দুই সপ্তাহ ধরে বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। সোমবার রাতে হৃদ রোগে আক্রন্ত হয়ে প্রাণ হারান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। জেলার সাহিত্য ও সংস্কৃতি চর্চার মাধ্যমে বেকার সমস্যার সমাধানের বার্তা দিয়ে তিনি এক সময় প্রতিভা ও সমাপ্তি নামে সাহিত্য পত্রিকা শুরু করেন। পাশাপাশি,কলকাতা ও জেলার বিভিন্ন পত্র পত্রিকায় প্রবন্ধও লিখতেন। একই সাথে সাংবাদিকতা ও বিশেষ কলম লিখেছেন তৎকালীন দৈনিক যুগান্তর, পশ্চিমবঙ্গ সংবাদ, দৈনিক বসুমতী সহ একাধিক দৈনিক পত্রিকায়। জেলার গ্রন্থাগার আন্দোলন ও বাঁকুড়ার সমবায় আন্দোলনের সাথেও যুক্ত ছিলেন তিনি। সেই সময় বেতারে যুবগোষ্ঠী অনুষ্ঠানেও অংশ নিয়ে প্রসংশা কুড়িয়েছিলেন তিনি। বাঁকুড়া টাউন কো আপারেটিভ ব্যাঙ্কের ডেলিকেট ও ডিরেক্টার হিসেবেও নির্বাচিত হয়েছিলেন। এক সময় প্রাথমিক শিক্ষক হিসেবে কর্ম জীবন শুরু করলেও পরে বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে করনিক পদে যোগ দেন। এবং প্রধান করনিক হিসেবে অবসর গ্রহন করেন। এই সময় স্কুল বোর্ডের কর্মচারী সংগঠনের জেলা ও রাজ্য কমিটির সম্পাদক ও সভাপতির দায়িত্বও সামলেছেন সফল ভাবে। জেলার বিভিন্ন ক্লাব, সমাজসেবী সংগঠন এবং সাহিত্য, সংস্কৃতি ও নাট্য সংস্থার সাথে যুক্ত ছিলেন। যুব বয়সে বাঁকুড়া পুর সভার নির্বাচনেও প্রার্থী হয়ে ছিলেন তিনি। এমনকি জেলার শিক্ষার প্রসারেও কাজ করেন তিনি। সদা হাসি খুশী এবং মিশুকে স্বভাবের জন্য সকলকে সহজেই আপন করে নেওয়ার ক্ষমতা ছিল প্রয়াত পদ্মলোচন বাবুর। মৃত্যুর সময় স্ত্রী রিক্তা দাস, এক পুত্র অমিতাভ দাস,, পুত্র বধু মনসী, দুই কন্যা শাশ্বতী ও সমাপ্তি, ২ নাতনি নিবেদিতা ও কমলিকা, জামাই রামরতন দুই ভাইপো সব্যসাচী, সুমন্ত, ভাইপোর স্ত্রী মৌমিতা ও তার পুত্র স্বস্তিক ও কন্যা স্বাগতমা, ভ্রাতা ত্রিলোচন দাস,ভ্রাতৃবধু শুক্লা দাস সহ অন্যান্য আত্মীয় স্বজনদের রেখে গেছেন। বাঁকুড়া২৪X৭ এর জন্ম লগ্ন থেকে নানা পরামর্শ দিয়ে যেমন এই নিউজ পোর্টালের যাত্রা পথ সুগম করেছেন তিনি তেমনি পুরো বাঁকুড়া২৪X৭ পরিবারকে এক সুত্রে বেঁধে অভিভাবকের দায়িত্ব সামলেছেন। আজ তার প্রয়াণে সারা বাঁকুড়া ২৪X৭ পরিবার শোকাভিভূত। এবং তার আত্মার চির শান্তি কামনা করার পাশাপাশি, রইল বিনম্র শ্রদ্ধা। এই কঠিন পরিস্থিতিতে যারা আমাদের পাশে থেকে মানসিক শক্তি যুগিয়েছেন ও যোগাচ্ছেন সেই সব আত্মীয় স্বজন,বন্ধু বান্ধব ও সাংবাদিক বন্ধু, রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

Next Story