শহর বাঁকুড়া

রেশন ডিলারের দাদাগিরি!কাটজুড়িডাঙ্গায় গ্রাহকদের বিক্ষোভ।

রেশন ডিলারের দাদাগিরি!কাটজুড়িডাঙ্গায় গ্রাহকদের বিক্ষোভ।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : এ যেন উলটো রাজার দেশ!অন্যায়ের প্রতিবাদ করায় পালটা প্রতিবাদকারিদেরই কড়া হুমকী!আর এমন কান্ডের জেরে আজ সকালে উত্তাল হল বাঁকুড়া শহরের ২২ নাম্বার ওয়ার্ডের কাটজুড়িডাঙ্গা।এলাকাবাসীর অভিযোগ,কাটজুড়িডাঙ্গার রেশন ডিলার অনিল বরণ রক্ষিত প্রায় দিনই রেশন দোকান খোলেন নিজের খেয়াল খুশি। আবার নির্ধারিত সময়ের আগেই দোকান বন্ধ করে দেন। ফলে চরম ভোগান্তিতে পড়েন রেশন গ্রাহকরা।ফলে রবিবার অনিল বাবুকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন গ্রাহকরা।

এদিন অনিলবাবুকে ঘিরে ধরে গ্রাহকরা জানতে চান কেন তিনি আগে-ভাগেই রেশন দোকান বন্ধ করে দিচ্ছেন? আর এই প্রশ্ন শুনেই তেলে বেগুনে জ্বলে ওঠেন তিনি।এবং হুমকীর সুরে বলেন ডিএমকে কমপ্লেন করুন। তবেই দোকান খুলব।এর পরই গ্রাহকদের একাংশ ঠিক করেন এই পুরো ঘটনা তারা জেলার মন্ত্রী অর্থাৎ রাজ্যের খাদ্য দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডিকে জানাবেন। তাতেও কাজ না হলে তারা আরও বড়ো আন্দোলনে নামার প্রস্তুতি নেবেন বলে জানিয়েছেন গ্রাহকরা।

এখন দেখার,শেষ অবধি এই রেশন ডিলার তার অবস্থান বদলে ঠিকঠাক রেশন দোকান খোলার পথে হাঁটেন কি না?

👁️দেখুন 🎦ভিডিও। 👇


Next Story