শহর বাঁকুড়া

বৃষ্টি আর দমকা হাওয়ায় গাছ ভেঙ্গে রতনপুরে বাঁকুড়া- ঝাড়গ্রাম সড়কে বিপত্তি! লক্ষীপুজোতেও জেলা জুড়ে চলবে ভোগান্তি।

বৃষ্টি আর দমকা হাওয়ায় গাছ ভেঙ্গে রতনপুরে বাঁকুড়া- ঝাড়গ্রাম সড়কে বিপত্তি! লক্ষীপুজোতেও জেলা জুড়ে চলবে ভোগান্তি।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন (অভিজিৎ ঘটক) : আজ জেলা জুড়ে বৃষ্টির দাপটে নাজেহাল আম জনতা। বৃষ্টির সাথে পাল্লা দিয়ে দমকা হাওয়ারও দাপাদাপি ছিল সমানতালে। দমকা হাওয়ার দাপটে গাছ ভেঙ্গে পড়ায় এদিন জেলার রতনপুরে বাঁকুড়া -ঝাড়গ্রাম সড়ক প্রায় ঘন্টা খানেক অবরুদ্ধ হয়ে পড়ে। সোমবার দুপুর তিনটের সময় গাছ ভেঙ্গে পড়ায় ঘটে বিপত্তি। যান চলাচল থমকে যাওতায় সৃষ্টি হয় যানজটের। আটকে পড়ে এম্বুল্যান্সও। স্থানীয় মানুষ ও প্রশাসনের উদ্যোগে ভেঙ্গে পড়া গাছ সড়ক থেকে হটিয়ে দিলে বিকেল থেকে যান চলাচল শুরু হয়।এবং স্বাভাবিক ছন্দে ফেরে বাঁকুড়া - ঝাড়গ্রাম ভায়া রতনপুর রুট। অন্যদিকে,লক্ষীপুজোতেও বৃষ্টির ভ্রুকুটি জেলা জুড়ে! আগামী মঙ্গল ও বুধবার দুই দিনই জেলায় বৃষ্টি পাতে বিরাম পড়ার কোন সম্ভাবনা নেই।এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।

এই দুই দিন অতি ভারী বা ভারী বৃষ্টি না হলেও অতি মাঝারি বা প্রায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে জেলায়।বিশেষ করে পশ্চিম মেদিনীপুর তীরবর্তী ব্লক গুলিতে বৃষ্টি পাত বেশী হতে পারে৷ পাশাপাশি এই দুদিন জেলায় দমকা হাওয়ার দাপটও থাকবে। তার গতিবেগ হতে পারে ৮ থেকে ১৫ কিমি পর্যন্ত। ওড়িশা ও মধ্যপ্রদেশের জোড়া নিম্নচাপের জেরেই জেলায় এই অকাল বৃষ্টি বলে মনে করছে হাওয়া অফিস। বৃ্হস্পতিবার সারা বাংলার সাথে জেলার আবহাওয়ারও উন্নতি ঘটবে বলে ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে, লক্ষীপুজোর দিনও জেলায় বৃষ্টির ঘনঘটা চলবে। দিনের পাশাপাশি রাতেও বজ্রবৃষ্টি সহ দমকা হাওয়ার দাপট থাকবে অব্যহত। এমনটাই ইঙ্গিত মিলেছে আগাম আবহাওয়া বার্তায়।

👁️দেখুন 🎦ভিডিও। 👇


অ্যাপটি সরাসরি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

Next Story