Home > শহর বাঁকুড়া > বাঁকুড়া জেলা ভাগের প্রতিবাদে সংহতি মিছিল শহরে,উঠল জেলা ভাগের সিদ্ধান্ত বতিলের দাবীও।
বাঁকুড়া জেলা ভাগের প্রতিবাদে সংহতি মিছিল শহরে,উঠল জেলা ভাগের সিদ্ধান্ত বতিলের দাবীও।
BY Admin7 Aug 2022 6:22 PM GMT

X
Admin7 Aug 2022 6:22 PM GMT
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : দিন,দিন জেলা ভাগের বিপক্ষে জনমত গড়ে তোলার আন্দোলন ঝাঁজালো হচ্ছে। রবিবার, বাঁকুড়াকে ভাগের সিদ্ধান্ত বাতিলের দাবী তুলে সংহতি মিছিল পরিক্রমা করল শহরে। মাচানতলার আকাশ মুক্তমঞ্চের পাদদেশে এদিন বিক্ষোভ প্রদর্শনও করেন প্রতিবাদীরা। এরপর প সংহতি মিছিলে পা মেলান বাঁকুড়া প্রেমীরা।বাঁকুড়ার বিভাজন নয়, অটুট থাক বিষ্ণুপুর আর বাঁকুড়ার মেল বন্ধন এই আওয়াজ তুলে এদিন গলা মেলালেন অগনিত বাঁকুড়া প্রেমী। তাদের সবার দাবী একটায় জেলা ভাগের সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করা হোক।
তাদের এই দাবী না মিটলে,এই আন্দোলন চলতেই থাকবে। প্রশাসনিক স্তরে গণ ডেপুটেশন সহ আরো বড়ো আকারে আন্দোলন মঞ্চ গড়ে তোলার বিষয়েও কোমর বাঁধছে বাঁকুড়া ভঙ্গ প্রতিরোধ মঞ্চ।
👁️🗨️দেখুন 🎦ভিডিও। 👇
Next Story