শহর বাঁকুড়া

অযোধ্যায় রাম মন্দির নির্মাণে জেলার শহর সহ ৫১৮৭ টি গ্রামের প্রতি পরিবার থেকে নিধি সংগ্রহে নামছে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট।

অযোধ্যায় রাম মন্দির নির্মাণে জেলার শহর সহ ৫১৮৭ টি গ্রামের প্রতি পরিবার থেকে নিধি সংগ্রহে নামছে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ১ লা মাঘ থেকে অযোধ্যায় রাম মন্দির নির্মানে নিধি(অর্থ) সংগ্রহ অভিয়ান শুরু হচ্ছে জেলাতেও। এই সংগ্রহের কাজ চলবে আগামী ৩১ শে জানুয়ারি পর্যন্ত। আজ জেলার রাম মন্দির তীর্থক্ষেত্র ট্রাস্ট এই নিধি সংগ্রহ অভিযানে নামার আগে মকর সংক্রান্তির পূণ্য তিথিতে শ্রী রামের পুজো ও হোম যজ্ঞের আয়োজন করা হয় শহরের নির্মলডাঙ্গার বিষ্ণুপুরী আশ্রমে।


বাঁকুড়া জেলার নিধি সংগ্রহ অভিযানের সহ প্রমুখ বামাপদ বন্দ্যোপাধ্যায় জানান, এই নিধি সংগ্রহ অভিযানের জন্য জেলা টোলী,ব্লক টোলী,পঞ্চায়েত টোলী ও গ্রাম টোলী গঠন করা হয়েছে। জেলার শহর সহ ৫১৮৭ টি গ্রামের প্রতি পরিবার কাছ থেকে এই নিধি সংগ্রহের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। ১০ টাকা,১০০ টাকা,১০০০ টাকার কুপণের মাধ্যমে নিধি অর্পণ করা যাবে।

প্রসঙ্গত,গত ২০১৯ সালের ৯ নভেম্বর মহামান্য সুপ্রিম কোর্ট রাম মন্দির নির্মাণের ঐতিহাসিক রায় ঘোষণা করে। এর পর থেকেই রাম মন্দির নির্মানের তৎপরতা শুরু হয়। এবার সারা দেশ তথা রাজ্যের পাশাপাশি জেলাতেও এই মন্দির নির্মাণে নিধি সংগ্রহের কাজ শুরু হচ্ছে ১ লা মাঘ থেকে।

দেখুন 🎦 ভিডিও। 👇




Next Story