শহর বাঁকুড়া

কলাভবনে পদবি নিয়ে বন্ধুদের মশকরা,রেগে নিজের নাম পদবী দুইই বদলে দিয়েছিলেন রামকিঙ্কর বেইজ।

কলাভবনে পদবি নিয়ে বন্ধুদের মশকরা,রেগে নিজের নাম পদবী দুইই বদলে দিয়েছিলেন রামকিঙ্কর বেইজ।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : পারিবারিক পদবী 'পরামানিক' নিজেই বদলে ফেলেন শিল্পী রামকিঙ্কর। নতুন পদবী হিসেবে বেছে নেন বেইজ।সংস্কৃত বৈদ্য ও প্রাকৃত বেজ্জ- র পরিবর্তিত রূপ।ক্ষৌরকর্ম ছিল তাদের পারিবারিক পেশা। নিজে পারিবারিক পদবী বদলেও তিনি নিস্তার পাননি। শান্তিনিকেতনে কলাভবনে তার এই পদবি নিয়ে জোর ঠাট্টা মাশকরা চলত। কবি নিশিকান্ত তার নাম নিয়ে দু লাইম ছড়াও লিখে ফেলে ছিলেন সেই সময়। লাইন দুটি হল "রামকিঙ্কর পরামানিক নামটি বড়ই হারমোনিক।" তার এই পদবী নিয়ে মশকরা মন থেকে মেনে নিতে পারেন নি তিনি।

রেগে,মেগে তার নাম ও পদবী ফের নিজে রাতারাতি বদলে ফেলেন তিনি। প্রবাসী পত্রিকায় তার প্রকাশিত ছবিতে তিনি তার রামকিঙ্কর বেইজের বদলে ছদ্দ নাম হিসেবে বেছে নেন রামপ্রসাদ। সাথে বেইজ পদবী বদলে দাস পদবী ব্যবহার করেন। প্রবাসী পত্রিকায় তার প্রকাশিত ছবিতে শিল্পী হিসেবে তিনি তার নাম লেকেন রামপ্রসাদ দাস।পরে ক্ষিতিমোহন সেন রামকিঙ্কর কে তার পদবীর বুৎপত্তি অর্থ বুঝিয়ে ছিলেন।যে বৈদ্য থেকে বৈজ হয়ে তবেই বেইজ।তাই তার পদবী কোন উপহাসের বস্তু নয়। সেই থেকে তিনি আবার নিজের নাম ও পদবী রামকিঙ্কর বেইজ হিসেবেই লেখা শুরু করেন।


বাঁকুড়ার এই বিশ্ব বরেণ্য সন্তান রামকিঙ্কর বেইজ শহরের যোগীপাড়ায় ১৯০৬ সালের ২৫ মে মতান্তরে ২৬ মে জন্মগ্রহন করেন।তাঁর বাবার নাম চন্ডী চরণ ও মায়ের নাম ছিল সম্পূর্ণা দেবী। তারই প্রতিবেশী পাঠকপাড়া নিবাসী প্রখ্যাত সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায়ের হাত ধরে রামকিঙ্কর বেইজ শান্তিনিকেতনে কলা ভবনে ভর্তি হন। ১৯৭০খ্রিষ্টাব্দে তিনি পদ্মভূষণ উপাধি লাভ করেন।১৯৭৯ সালের ২২ সেপ্টেম্বর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় তাঁকে ডি.লিট সম্মাননায় ভূষিত করে। শেষজীবন তিনি খুবই কষ্টের মধ্যে কাটান।

রামকিঙ্কর অসুস্থ হয়ে গেলে তাঁর চিকিৎসার জন্য 'লোকচিত্রকলা' পত্রিকা, 'পেইন্টার্স ফোরাম' এবং তৎকালীন কয়েকজন বিখ্যাত শিল্পীর পক্ষ থেকে পশ্চিমবঙ্গের তৎকালীন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে আবেদন জানানো হয়। তার চিকিৎসার দায়িত্ব নেয় রাজ্য সরকার। ১৯৮০ সালের ২৩ মার্চ রামকিঙ্করকে কলকাতার শেঠ সুখলাল কারনানি (এস এস কে এম) হাসপাতালে ভর্তি করা হয়। বিশ্বভারতীর পক্ষ থেকেও কিছু টাকা দেওয়া হয় চিকিৎসার জন্য।

অবশেষে,১৯৮০ সালের ২ আগস্ট রাত্রি সাড়ে বারোটায় রামকিঙ্কর বেইজের মৃত্যু হয়।

Next Story