শহর বাঁকুড়া

সায়ন্তিকার উদ্যোগে রামকিঙ্করের বসতবাড়ী হেরিটেজ স্বীকৃতির দোর গোড়ায়,আইনি জটিললতা কাটায় দৌড়ে রামানন্দ চট্টোপাধ্যায়ের বাড়ীও।

সায়ন্তিকার উদ্যোগে রামকিঙ্করের বসতবাড়ী হেরিটেজ স্বীকৃতির দোর গোড়ায়,আইনি জটিললতা কাটায় দৌড়ে রামানন্দ চট্টোপাধ্যায়ের বাড়ীও।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাঁকুড়াবাসীর দীর্ঘ দিনের দাবী পূরণ হতে চলেছে।বাঁকুড়ার সুসন্তান প্রখ্যাত ভাস্কর শিল্পী রামকিঙ্কর বেইজের বসত বাড়ী এবার হেরিটেজ স্বীকৃতি পাবে৷ বুধবার শহরের যুগীপাড়ায় শিল্পীর বাড়ীতে রাজ্যের হেরিটেজ বোর্ডের একটি প্রতিনিধি দল যাবে।এবং পরিবারের লোকজনদের সাথে কথাও বলবেন। বুধবার দুপুরে এই দল বাঁকুড়া পুরসভার চেয়ারপার্সন অলোকা সেন মজুমদার কে সাথে নিয়ে যুগীপাড়া পরিদর্শনে যাবেন। এই দলের সাথে থাকবেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও।

সায়ন্তিকা টানা কয়েক বছর ধরে রামকিঙ্কর বেইজ ও সাংবাদিক রামাবন্দ চট্টোপাধ্যায়ের বসত বাড়ী হেরিটেজ স্বীকৃতির জন্য প্রয়াস চালিয়ে গেছেন। সায়ন্তিকা জানান,রামকিঙ্কর বেইজের বাড়ী হেরিটেজ স্বীকৃতি পাওয়া শুধু সময়ের অপেক্ষা মাত্র।অন্যদিকে,বিশ্ব বরেণ্য সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায়ের পাঠকপাড়ার বসত বাড়ীটির হেরিটেজ স্বীকৃতি থমকে ছিল সামান্য আইনি জটিলতার কারণে। তবে সেই সমস্যা এখন মিটে গেছে।রামানন্দ বাবুর বাড়ীটিও শীঘ্রই হেরিটেজ স্বীকৃতি পাবে বলে জানান তিনি।

👁️দেখুন 🎦 ভিডিও।👇


Next Story