শহর বাঁকুড়া

রাজগ্রামে বাজ পড়ে মৃতের পরিবারের পাশে সায়ন্তিকা,২ লাখ টাকা আর্থিক সাহায্য প্রশাসনের,৫০ হাজার টাকা সাহায্য অলোকা দেবীর।

রাজগ্রামে বাজ পড়ে মৃতের পরিবারের পাশে সায়ন্তিকা,২ লাখ টাকা আর্থিক সাহায্য প্রশাসনের,৫০ হাজার টাকা সাহায্য অলোকা দেবীর।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাঁকুড়ার রাজগ্রামে বাজ্রাঘাতে মৃতের পরিবারকে সমবেদনা জানাতে হাজির হলেন তৃণমূল নেত্রী তথা অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। গত শনিবার এখানকার বাসিন্দা বছর ৩৫ এর ভোলানাথ মল্ল। পরিবারের একমাত্র রোজগেরেকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েন ভোলানাথের মা ও স্ত্রী।এই অসহায় পরিবারের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন সায়ন্তিকা সহ শহরের তৃণমূল নেতৃত্ব।


বাঁকুড়া পুরসভার প্রশাসক অলোকা সেন মজুমদার,জিলা পরিষদের পূর্ত কর্মাধক্ষ্য শিবাজী বন্দ্যোপাধ্যায়ও এদিন হাজির হন। জেলা প্রশাসনের পক্ষ থেকে এদিন এই পরিবারের হাতে তুলে দেওয়া হয় দু'লক্ষ টাকার চেক।পাশাপাশি, পুর প্রশাসক অলকা সেন মজুমদার ব্যক্তিগত ভাবে আলাদা আরও ৫০ হাজার টাকার চেক তুলেদেন।

ফলে একলপ্তে আড়াই লক্ষ টাকা আর্থিক সাহায্য মেলায় পরিবারটি নুতন করে বাঁচার রসদ পেল তা বলাই বাহুল্য। এদিকে,এই পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন তৃণমূল রাজ্য সম্পাদিকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও।

👁️দেখুন 🎦 ভিডিও 👇



Next Story