শহর বাঁকুড়া

ইংরেজি নববর্ষের প্রথম দিনে কলেজমোড় চার্চে বিশেষ প্রার্থনার আয়োজন,নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করলেন বিশপ।

ইংরেজি নববর্ষ উপলক্ষে এদিন চার্চে আয়োজন করা হয় বিশেষ থ্যাঙ্কসগিভিং সার্ভিস বা কৃতজ্ঞতা প্রার্থনা সভা। এই প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন দুর্গাপুর ডায়োসিসের বিশপ রেভারেন্ড সমীর ইসাক খিমলা।

ইংরেজি নববর্ষের প্রথম দিনে কলেজমোড় চার্চে বিশেষ প্রার্থনার আয়োজন,নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করলেন বিশপ।
X

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : বিদায় ২০২৫। আজ থেকে যাত্রা শুরু ২০২৬ এর।ইংরেজি নববর্ষকে স্বাগত জানাতে সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে মধ্যরাত থেকেই উৎসবের আবহে মাতোয়ারা হয়ে ওঠে সারা বাঁকুড়া। ইংরেজি বছরের প্রথম দিন সকাল থেকেই শহরের কলেজমোড় সংলগ্ন চার্চে উপচে পড়ে ভিড়। নববর্ষ উপলক্ষে এদিন চার্চে আয়োজন করা হয় বিশেষ থ্যাঙ্কসগিভিং সার্ভিস বা কৃতজ্ঞতা প্রার্থনা সভা। এই প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন দুর্গাপুর ডায়োসিসের বিশপ রেভারেন্ড সমীর ইসাক খিমলা। থ্যাঙ্কসগিভিং সার্ভিসে যাজকদের নেতৃত্বে বাইবেল পাঠ, স্তবগান ও প্রার্থনার মাধ্যমে গত বছরে প্রাপ্ত আশীর্বাদের জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানানো হয়। পাশাপাশি নতুন বছরে শান্তি, সম্প্রীতি, মানবকল্যাণ ও ন্যায়পথে চলার জন্য বিশেষ প্রার্থনা করা হয়।

এদিন সকাল থেকেই চার্চ প্রাঙ্গনে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে। পুরো চার্চ চত্বর জুড়ে ছিল উৎসবের আবহ। প্রার্থনা সভা শেষে বিশপ রেভারেন্ড সমীর ইসাক খিমলা চার্চ প্রাঙ্গনে উপস্থিত ধর্মপ্রাণ মানুষদের সঙ্গে মিলিত হন এবং নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেন। বিশপ Bankura24x7–এর মাধ্যমে বাঁকুড়াবাসীদের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান। ইংরেজি নববর্ষ উপলক্ষে চার্চে আয়োজিত এই থ্যাঙ্কসগিভিং সার্ভিস নতুন বছরের শুরুতে বাঁকুড়ায় সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা তুলে ধরল তা বলাই বাহুল্য।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇



Next Story