Home > শহর বাঁকুড়া > বাঁকুড়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল ৫ জেলাকে নিয়ে বন দপ্তরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।
বাঁকুড়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল ৫ জেলাকে নিয়ে বন দপ্তরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।
BY Manasi Das13 Jan 2024 8:49 AM IST

X
Manasi Das13 Jan 2024 8:49 AM IST
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : বাঁকুড়া স্টেডিয়ামে বন দপ্তরের বাঁকুড়া ডিস্ট্রিক্ট স্পোর্টস মিট ২০২৪ অনুষ্ঠিত হয়ে গেল।এই স্পোর্টস মিটে বাঁকুড়া, পুরুলিয়া,বীরভূম এবং পুর্ব ও পশ্চিম বর্ধমান এই পাঁচ জেলার প্রায় ২৩০ জন প্রতিযোগী অংশ গ্রহণ করেছেন। এরমধ্যে মহিলা বনকর্মীদের জন্যও ইভেন্ট ছিল।পুরুষ ও মহিলা বিভাগ মিলিয়ে ৮০ টি ইভেন্ট ছিল এই প্রতিযোগিতায়৷ রাজ্য বন দপ্তরের মুখ্য বনপাল, কেন্দ্রীয় চক্র এস,কুলানডাইভেল বলেন বনকর্মীদের মধ্যে অনেকে আছেন ভালো স্পোর্টস ম্যান,আবার মহিলা কর্মীরাও আছেন যারা পুরুষদের সমান দক্ষ।তাদের খেলাধুলা মানও যথেষ্ট ভালো।
তা আমরা এই প্রতিযোগিতায় টের পাচ্ছি। এই ক্রীড়া প্রতিযোগিতা কে ঘিরে বন কর্মীদের মধ্যে উৎসাহ ছিল তুুুঙ্গে।
👁️🗨️দেখুন 🎦ভিডিও। 👇
Next Story