কোচে ঝুলন্ত অবস্থায় মৃত্যুর সাথে লড়াই,অবশেষে বাড়ি ফিরল ছাতনার মৃত্যুঞ্জয়ী স্মৃতি।

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন (সোহন রক্ষিত, ছাতনা): - বালেশ্বরে রেল দুর্ঘটনার ভয়াবহ স্মৃতি নিয়ে বাড়ী ফিরলেন ছাতনার এক নার্সিং ছাত্রী।ছাতনা ব্লকের আড়রা গ্রামের বাসিন্দা স্মৃতি মন্ডল। সে বেঙ্গালুরুর একটি নার্সিং কলেজে পড়াশোনা করে।করমন্ডল এক্সপ্রেসে চড়ে কলেজের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিল সে। স্বপ্নেও ভাবেনি যে তাকে এভাবে মৃত্যুর সাথে লড়াই করতে হবে।দুর্ঘটনার সময় রেলের একটি কোচে কয়েক ঘন্টা ঝুলন্ত অবস্থায় কাটিয়েছে স্মৃতি। তারপর উদ্ধারকারী দলের নজরে পড়লে তারা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে৷ তবে,স্মৃতির আঘাত তেমন গুরুতর ছিল না।তাই প্রাথমিক চিকিৎসা করে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
তবে তার শরীরের নানা স্থানে ব্যাথা রয়েছে,চখে,মুখে রয়েছে আতঙ্কের ছাপ।শনিবার বিকেলে ঝাঁটিপাহাড়ি স্টেশনে নামে সে।তবে,এখনও পুরোপুরি সুস্থ নয় স্মৃতি। কথা বলতেও কষ্ট হচ্ছে তার। দুর্ঘটনার কথা তুললেই আতঙ্ক গ্রাস করছে তাকে। এদিকে মৃত্যুকে জয় করে নেয়ে বাড়ি ফেরায় খুশীর আবহ স্মৃতির পরিবার ও গ্রাম জুড়ে।
👁️🗨️দেখুন 🎦ভিডিও। 👇
- odisha train accidentodisha coromandel express train accident newsodisha bahanaga train derailsafter the jolt he fell out of the compartment lost consciousness then how did ashish come back alive listen the truthstruggling with death while hanging in the coach finally a nursing student returned home.