শহর বাঁকুড়া

করোনা আবহে শিক্ষক দিবসের অনুষ্ঠান বন্ধ, বাড়ী,বাড়ী গিয়ে শিক্ষকদের সম্মাননা টিএমসিপি'র।

ভার্চুয়াল অনুষ্ঠানে শিক্ষক দিবস পালন করা গেলেও শিক্ষকদের সম্মাননা জ্ঞাপন ভার্চুয়ালে বেমানান। তাই জেলার তৃণমূল ছাত্র পরিষদ শিক্ষক,শিক্ষিকাদের বাড়ী,বাড়ী গিয়ে অভিনব সম্মাননা জ্ঞাপন কর্মসুচী পালন করল এদিন।

করোনা আবহে শিক্ষক দিবসের অনুষ্ঠান বন্ধ, বাড়ী,বাড়ী গিয়ে শিক্ষকদের সম্মাননা টিএমসিপির।
X

বাঁকুড়া ২৪X৭প্রতিবেদন : এবার করোনা পরিস্থিতিতে শিক্ষক দিবসের সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান বন্ধ জেলা জুড়ে। তাই জেলার বিভিন্ন এলাকায় স্থানীয় শিক্ষক,শিক্ষিকাদের বাড়ী,বাড়ী গিয়ে তাদের এদিন সম্মাননা জ্ঞাপনের বিশেষ কর্মসুচী নেয় জেলা তৃণমূল ছাত্র পরিষদ। বাঁকুড়া শহরেও নেওয়া হয় একই কর্মসূচি। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত শহরের বিশিষ্ট শিক্ষক,শিক্ষিকাদের সম্মাননা জ্ঞাপন করে ছাত্ররা। শিক্ষিকা পাপিয়া অধূর্য্য, আধ্যাপিকা রিঙ্কু বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবনারায়ন বন্দ্যোপাধ্যায় সহ আন্যান শিক্ষক,শিক্ষিকা,অধ্যাপক, অধ্যাপিকাদের সম্মানিত করা হয়

ছাত্রদের এই কর্মসুচীতে অংশ নেন জেলা তৃণমূল সভাপতি তথা রাজ্যের রাষ্ট্রমন্ত্রী শ্যামল সাঁতরাও। তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি তীর্থঙ্কর কুন্ডু জানান,করোনা পরিস্থিতিতে বড়ো করে আনুষ্ঠান করার পরিবেশ এবছর নেই। তাই আমরা বাড়ী,বাড়ী ল গিয়ে সারা জেলা জুড়েই শিক্ষক দিবসের সম্মাননা জ্ঞাপন করছি আমরা। ব্লকে,ব্লকেও এই কর্মসুচী চলেছে আজ দিনভর ।

অন্যদিকে,বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবনারায়ণ বন্দ্যোপাধ্যায় এই সম্মাননা পেয়ে আপ্লুত। তা তিনি আকপটে জানালেন।

এবছর করোনা সতর্কতায় শিক্ষক দিবস নানা ভাবে ভার্চুয়াল অনুষ্ঠানের মধ্যে পালন করা হলেও সম্মান জ্ঞাপন তো আর ভার্চুয়ালে মানায় না। তাই বাড়ী,বাড়ী গিয়ে সম্মান জ্ঞাপনের সিদ্ধান্ত নেয় তৃনমুল ছাত্র পরিষদ।আর তাদের এই প্রয়াসে খুশী জেলার শিক্ষক,শিক্ষিকারাও

দেখুন 🎦 ভিডিও। 👇


Next Story