এবার প্রতি গ্রামের ক্ষত্রিয় বাড়ির দরজায়,দরজায় গিয়ে ক্ষত্রিয় ঐক্য দৃঢ় করার কর্মসুচি নিল বাঁকুড়া রাজপুত ক্ষত্রিয় সমাজ কল্যাণ সংঘ।
রবিবার রাজপুত ক্ষত্রিয় সমাজ কল্যাণ সংঘের বিশেষ কার্যকরী সমিতির বৈঠক অনুষ্টিত হয়।বাঁকুড়া জেলার ক্ষত্রিয়দের ঐক্যবদ্ধ করার ওপরই এই বৈঠকে সবথেকে গুরুত্ব দেওয়া হয়েছে।

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : দেশের স্বাধীনতা আন্দোলন থেকে দেশের সমাজ ও সংস্কৃতির বিবর্তনের সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে ক্ষত্রিয় তথা রাজপুতরা। অথচ,তাদের এই অবদানের কথা সমাজের সর্বস্তরের মানুষ জানেন না। ক্ষত্রিয়রা সরকারি স্তরের অনেক ন্যয্য প্রাপ্তি থেকে আজও বাঞ্ছিত হয়ে আছেন। তাই নিজেদের স্বীকৃতি আদায়ের লক্ষ্যে, এবার বাঁকুড়া জেলার ক্ষত্রিয়দের সংগঠিত করার জন্য বিশেষ কর্মসুচি হাতে নিল জেলার ক্ষত্রিয়দের সংগঠন বাঁকুড়া রাজপুত ক্ষত্রিয় সমাজ কল্যাণ সংঘ। সংঘের জেলা সভাপতি পাঁচু গোপাল সিংহ জানান,রবিবার সংঘের কার্য্যকরী সমিতির বিশেষ বৈঠকে ঠিক হয়েছে, জেলার বিভিন্ন গ্রামে,গ্রামে গিয়ে ক্ষত্রিয়দের সংঘের ছাত্রার তলায় আনার লক্ষ্যে এবং ক্ষত্রিয় ঐক্য সুদৃঢ় করার জন্য বিশেষ কর্মসুচি নেওয়া হয়েছে।
অন্যদিকে,সংঘের আর এক সক্রিয় সদস্য এবং রাজনৈতিক ব্যক্তিত্ব বিধান সিংহ বলেন, এবার থেকে প্রশাসনিক স্তরেও আমরা আমাদের বিভিন্ন দাবি,দাওয়া ও অধিকার নিয়ে দরবার করব। তার রূপরেখাও তৈরি করে হয়ছে এদিনের বৈঠকে।বাঁকুড়া শহরের উপকন্ঠে বিকনার একটি বেসরকারি রিসর্টে রবিবার রাজপুত ক্ষত্রিয় সমাজ কল্যাণ সংঘের বিশেষ কার্যকরী সমিতির বৈঠক অনুষ্টিত হয়।বাঁকুড়া জেলার ক্ষত্রিয়দের ঐক্যবদ্ধ করার ওপরই এই বৈঠকে সবথেকে গুরুত্ব দেওয়া হয়েছে, তা বলাই বাহুল্য।
👁️🗨️দেখুন🎦ভিডিও। 👇