শহর বাঁকুড়া

বাঁকুড়া DSA ভোটে TMC এর কাছ থেকে কার্যকরী সভাপতি পদ ছিনিয়ে নিল গেরুয়া শিবির।

তৃণমূল শিবিরের একাংশের দাবী,গেরুয়া শিবিরের এই পদে জয় আসলে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জের! এবং এই নিয়ে ইতিমধ্যে তৃণমূলের দলের অন্দরেই জোর চর্চা চলছে বলে সুত্রের খবর। এমনকি, যারা এই গোষ্ঠী বাজির মদত দাতা,তাদের চিহ্নিত করে দল থেকে বহিষ্কারের দাবিও তুলছেন জেলা তৃণমূলের একটা বড়ো অংশ।

বাঁকুড়া DSA ভোটে TMC এর কাছ থেকে কার্যকরী সভাপতি পদ ছিনিয়ে নিল গেরুয়া শিবির।
X

বাঁকুড়া২৪x৭ প্রতিবেদন :বাঁকুড়া জেলা জেলা ক্রীড়া সংস্থার ভোটে তৃণমূলের প্যানেলের ২৬ প্রার্থী জয়ী হলেও মুখরক্ষা হল না তৃণমূল কংগ্রেসের! কার্যকরী সভাপতি পদ ছিনিয়ে নিল গেরুয়া শিবির। বিধানসভা ভোটের আগে বাঁকুড়া জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে অন্যতম গুরুত্বপূর্ণ কার্য্যকরী সভাপতি পদ তৃণমূল শিবিরের কাছ থেকে এবার ছিনিয়ে নিলেন বিজেপি শিবিরের মনোনীত প্রার্থী সুদীপ চক্রবর্তী ওরফে মুন্না। তৃণমূল প্যানেলের প্রার্থী গৌতম দাসকে ২৬ ভোটের ব্যবধানে পরাজিত করেন তিনি। এছাড়া লাইফ মেম্বার পদে বিজেপির প্যানেলের একজন প্রার্থী বিজয়ী হন। মোট ২৮ জনের পদের প্যানেলের বাকি ২৬ টি পদে যথারিতি বিজয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্যানেলের প্রার্থীরা। বেশ কিছু পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছে রাজ্যের শাসক শিবির।

তবে, বিহার বিধানসভা ভোটের সদ্য ফলাফলের পর এবং আসছে বিধানসভা ভোটের আগে এই জেলা ক্রীড়া সংস্থার গুরুত্বপূর্ণ পদ তৃণমূল শিবিরের কাছ থেকে ছিনিয়ে নিতে পেরে এখন বিজেপির মনোবল তুঙ্গে। বিজয়ী সুদীপ চক্রবর্তী বলেন,এই জয় বিজেপির ২০২৬ এর রাজ্য জয়ের রাস্তাকে আরও প্রশস্ত করল। অন্যদিকে,বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি দানার দাবী,ডিএসএর এই জয় দিয়ে বিহার থেকে, বাঁকুড়ায় গঙ্গার প্রবাহ শুরু হয়ে গেল। ২০২৬ সালে তা সারা বাংলা জুড়ে প্রবাহিত হবে। এই জয়ে এদিন কার্যত বিজয় উৎসবে মাতেন গেরুয়া শিবির। বিজেপি শিবিরকে এই জয় বিধানসভা ভোটের আগে বাড়তি উৎসাহ যোগাবে তা বলাই বাহুল্য। তবে, তৃণমূল শিবিরের একাংশের দাবী,গেরুয়া শিবিরের এই পদে জয় আসলে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জের!

এবং এই নিয়ে, ইতিমধ্যে তৃণমূলের দলের অন্দরেই জোর চর্চা চলছে বলে সুত্রের খবর। এমনকি, যারা এই গোষ্ঠী বাজির মদত দাতা,তাদের চিহ্নিত করে দল থেকে বহিষ্কারের দাবিও তুলছেন জেলা তৃণমূলের একটা বড়ো অংশ। এখন দেখার, এই ভোটের ফলাফলের জন্য জেলা ও রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কোন পথে হাঁটেন? তা জানতে মুখিয়ে জেলার রাজনৈতিক মহল।

👁️‍🗨দেখুন🎦ভিডিও। 👇


Next Story