শহর বাঁকুড়া

বাঁকুড়ার আকাশে রক্তে রাঙ্গা চাঁদ,বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকল জেলাবাসী।

চন্দ্রগ্রহণের রেশ কাটতে না কাটতেই এই মাসেই আবার সূর্যগ্রহণও দেখা যাবে। আগামী ২১ তারিখ, অর্থাৎ মহালয়ার দিন।

বাঁকুড়ার আকাশে রক্তে রাঙ্গা চাঁদ,বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকল জেলাবাসী।
X

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : রক্তে রাঙ্গা চাঁদ! আকাশ জুড়ে এই বিরল দৃশ্য দেখা গেল বাঁকুড়া জেলা জুড়েও৷ রাতে এই দৃশ্য দেখতে বাড়ির ছাদে,খোলা মাঠে আবার কোথাও,কোথাও নদীর চরে ভীড় জমালেন মানুষজন।আর তার সাথে মোবাইল হাতে এই ব্লাড মুনের ছবি তোলার হিড়িক ছিল যথারীতি। প্রায় মধ্যরাত পর্যন্ত চলে এই চন্দ্রগ্রহণ উপভোগ।সারা দেশের সাথে বাঁকুড়ার আকাশেও পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যায় রাত্রি ১১টা বেজে ১ মিনিট থেকে ১২টা বেজে ২৩ মিনিট পর্যন্ত। NASA এর তথ্য অনুযায়ী ২.২৫ নাগাদ পুরোপুরি শেষ হয় এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।গ্রহণের পুরো প্রক্রিয়া চলে দীর্ঘ ৮২ মিনিট ধরে। জেলার বিভিন্ন এলাকাতে এই দুর্লভ দৃশ্য নজরে পড়ে। আর এই দৃশ্য উপভোগ করতে আমজনতার আগ্রহও ছিল তুুুঙ্গে।

উল্লেখ্য, এই চন্দ্রগ্রহণের রেশ কাটতে না কাটতেই এই মাসেই আবার সূর্যগ্রহণও দেখা যাবে। আগামী ২১ তারিখে। অর্থাৎ মহালয়ার দিন।এবারের চন্দ্রগ্রহণের সময় চাঁদের কাছাকাছি দু'টি গ্রহেরও দর্শন মিলছে কিছু, কিছু জায়গা থেকে। চাঁদের গা ঘেঁষে উজ্জ্বল হলুদ রংয়ের যে বিন্দু নজরেব পড়ে, তা আসলে হল শনি। টেলিস্কোপে অনেকে শনির বলও দেখতে পান।পাশাপাশি, হালকা নীল ও সবুজ মেশানো বিন্দুরও দেখা মেলে। এই বিন্দুটি হল নেপচুন। তবে,খালি চোখে এই বিন্দু সেই অর্থে নজরে পড়েনি।তবে,টেলিস্কোপে অনেকেই এই বিন্দু দেখতে পেয়েছেন বলে সুত্রের খবর।বাঁকুড়া জেলার কোথায়, কেমন ব্লাড মুন দেখা গেছে, এবং আপনার এই বিরল ঘটনা চাক্ষুষ করার ব্যক্তিগত অভিজ্ঞতা লিখে জানান কমেন্টে।

Next Story