Home > শহর বাঁকুড়া > বাড়ীর কুয়ো থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য শহরের ঈদগামহল্লায়।
বাড়ীর কুয়ো থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য শহরের ঈদগামহল্লায়।
BY Admin11 Dec 2020 11:13 AM GMT

X
Admin11 Dec 2020 11:13 AM GMT
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাড়ীর কুয়ো থেকে উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ। মৃত ব্যক্তির নাম দিব্যেন্দু চক্রবর্তী। দিব্যেন্দু বাবুর পরিবারের সদস্যরা বুধবার সকাল থেকে তার আর কোন খোঁজ পাননি। তারা থানায় একটি নিখোঁজের ডাইরিও করেন। স্থানীয় বাসিন্দা আজহার মহম্মদের নজরে পড়ে কুয়োতে মৃতদেহ ভেসে থাকার ঘটনা। এরপর তিনি পরিবারের সদস্য ও পাড়ার প্রতিবেশীদের জানালে, খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে।সাথে,সাথে ঘটনাস্থলে এসে পোঁছয় বাঁকুড়া সদর থানার পুলিশ। আসে দমকল বাহিনী। এরপর দমকল বাহিনী কুয়ো থেকে মৃতদেহ উদ্ধার করে। পুলিশ উদ্ধার হওয়া মৃতদেহ ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়
দেখুন 🎦 ভিডিও। 👇
Next Story