Home > শহর বাঁকুড়া > জেলায় ফের কোভিডে মৃত্যু, মোট আক্রান্তের সংখ্যা তিন হাজারের গন্ডি টপকালো। মোট মৃতের সংখ্যা বেড়ে হল ২৪।
জেলায় ফের কোভিডে মৃত্যু, মোট আক্রান্তের সংখ্যা তিন হাজারের গন্ডি টপকালো। মোট মৃতের সংখ্যা বেড়ে হল ২৪।
আজ জেলায় ফের একজনের প্রাণ কেড়ে নিল করোনা। এই কয়েক সপ্তাহে জেলায় মোট ২৪ জন মারা পড়লেন এই মারণ ভাইরাস সংক্রমণের ফলে।পাশাপাশি, জেলায় নুতন করে আক্রান্ত হলেন ৯২ জন। আর মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩,১৭৩ জন।
BY Manasi Das6 Sept 2020 10:02 PM IST

X
Manasi Das6 Sept 2020 10:02 PM IST
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জেলায় ফের করোনা আক্রান্ত ১ রোগীর মৃত্যু হল।ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ২৪। পাশাপাশি, জেলায় করোনা সংক্রমণের হার বেড়েই চলেছে। ইতিমধ্যেই জেলায় মোট আক্রান্তের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। নুতন করে আক্রান্ত হয়েছেন ৯২ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩১৭৩ জন।
পাশাপাশি সেরেও উঠেছেন অনেকেই। একদিনেই সেরে উঠেছেন ৮৩ জন।আর মোট সেরে ওঠার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৪৫৮ জনে। আর জেলায় এই মুহূর্তে সক্রিয় আক্রান্ত রয়েছেন ৬৯১ জন।৫ সেপ্টেম্বরের নিরিখে আজ স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত কোভিড বুলেটিন থেকে এই তথ্য জানা গেছে।
Next Story