Home > শহর বাঁকুড়া > মাচানতলার স্টেট ব্যাঙ্ক বিল্ডিংয়ে আগুন, দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মাচানতলার স্টেট ব্যাঙ্ক বিল্ডিংয়ে আগুন, দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
BY Manasi Das10 Jun 2021 1:01 AM IST

X
Manasi Das10 Jun 2021 1:01 AM IST
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : আচমকা স্টেট ব্যাঙ্কের মাচানতলার মেইন ব্রাঞ্চে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল শহর জুড়ে। বৃষ্টির আবহেই আচমকা স্টেট ব্যাঙ্ক বিল্ডিংয়ের তিন তলায় আগুন লাগে। পথ চলতি মানুষ জনেরও নজরে পড়ে কালো ধোঁয়ার কুন্ডলী। ঘটনা টের পান ব্যাঙ্কের নিরাপত্তাকর্মীরাও। খবর দেওয়া হয় দমকলে। সাথে,সাথে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনের কাজে লেগে পড়ে। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ক্ষয়,ক্ষতির হিসেব এখনও নির্দিষ্ট ভাবে প্রশাসনিক ভাবে জানানো হয়নি। যেহেতু আগুনের তীব্রতা খুব একটা বেশী ছিলনা তাই বড়ো ধরণের ক্ষতি এড়ানো গেছে বলে মনে করা হচ্ছে। দমকলের প্রাথমিক অনুমান এসি থেকে বা শর্ট সার্কিট থেকে এই অগ্ণিকাণ্ড ঘটে থাকতে পারে। তবে দমকল ও পুলিশ আগুন লাগার কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে।
👁️দেখুন 🎦 ভিডিও। 👇
Next Story