শহর বাঁকুড়া

শহরের ব্যস্ততম রাস্তা বেদখল করে বেচা-কেনা,লালবাজারে অভিযান চালিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল ট্রাফিক পুলিশ।

শহরের ব্যস্ততম রাস্তা বেদখল করে বেচা-কেনা,লালবাজারে অভিযান চালিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল ট্রাফিক পুলিশ।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : শহরের ব্যস্ততম রাস্তা চেপে অস্থায়ী দোকান বা ঠেলাগাড়ী লাগিয়ে চলছে বেচা-কেনা। আর তার ফলে সৃষ্টি হচ্ছে যানজটেরও। বাঁকুড়া শহরের লালবাজার সানঘাট বাজার এলাকায় রবিবার অভিযান চালায় বাঁকুড়া সদর ট্রাফিক পুলিশ। বাঁকুড়া সদর ট্রাফিক দেবী প্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে চলে এই অভিযান।এই এলাকায় রাস্তা ও ফুটপাথ দখল করে বেচা- কেনার প্রবণতা ইদানিং বেড়ে যায়।


ফলে সাধারণ মানুষ ও যান চলাচলে সমস্যা বাড়ে। অবশেষে এই সমস্যা মেটাতে সক্রিয় হয় ট্রাফিক পুলিশ। কোভিড আবহে মানবিকতার খাতিরে এদিন ব্যবসায়ীদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। তবে,এরপরও হাল না বদলালে আরও কড়া হবে পুলিশ।পাশাপাশি,সারা শহরের ব্যস্ততম এলাকায় জবর দখল হটাতে এবার নিয়মিত অভিযান চালানো হবে বলেও জানা যাচ্ছে। ট্রাফিক পুলিশের এই অভিযানকে স্বাগত জানিয়েছেন শহরবাসী।

👁️দেখুন 🎦ভিডিও। 👇


Next Story