Home > শহর বাঁকুড়া > মইদুলের মৃতদেহ নিয়ে কোন মিছিল নয়,তবে প্রতিবাদ,বিক্ষোভ মিছিল চলবে কমরেডদেরকে বার্তা অমিয় পাত্রের।
মইদুলের মৃতদেহ নিয়ে কোন মিছিল নয়,তবে প্রতিবাদ,বিক্ষোভ মিছিল চলবে কমরেডদেরকে বার্তা অমিয় পাত্রের।
BY Manasi Das15 Feb 2021 4:35 PM IST

X
Manasi Das16 Feb 2021 6:04 PM IST
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন (বলরাম চক্রবর্তী, কোতুলপুর ও বাঁকুড়া ব্যুরো ) : মৃতদেহ নিয়ে রাজনীতির পক্ষপাতী নয় সিপিএম। তাই গত ১১ই ফেব্রুয়ারীক নবান্ন অভিযানে গিয়ে পুলিশের লাঠিতে আহত হয়ে মৃত মইদুলের মরদেহ নিয়ে কোন মিছিল হবে না। তবে এই ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে প্রতিবাদ ও বিক্ষোভ চলবে। সাংবাদিক বৈঠকে তা জানিয়ে দিলেন সিপিএম নেতা অমিয় পাত্র।
দেখুন 🎦 ভিডিও। 👇
Next Story