Home > শহর বাঁকুড়া > শহর বাঁকুড়া থেকে জেলার জঙ্গলমহল, আরজিকর কান্ডে দোষীদের ফাঁসির দাবিতে ধর্ণা তৃণমূল কংগ্রেসের।
শহর বাঁকুড়া থেকে জেলার জঙ্গলমহল, আরজিকর কান্ডে দোষীদের ফাঁসির দাবিতে ধর্ণা তৃণমূল কংগ্রেসের।
BY Manasi Das19 Aug 2024 12:58 AM IST

X
Manasi Das19 Aug 2024 12:58 AM IST
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : আরজি কর হাসপাতালে ধর্ষণ এবং খুনের ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে রবিবার শহর বাঁকুড়া থেকে জেলার জঙ্গলমহলের সারেঙ্গা,তালডাংরা সহ প্রতি ব্লকে ধর্ণায় সামিল হন স্থানীয় তৃণমূল নেতা,কর্মী,সমর্থক এবং জনপ্রতিনিধিরা৷ তালডাংরায় ধর্ণা মঞ্চে উপস্থিত ছিলেন বাঁকুড়া জিলা পরিষদের সভাধিপতি অনুসূয়া রায়।তিনি এই ধর্ণা মঞ্চ থেকে আরজিকর কান্ডে দোষীদের ফাঁসির দাবিতে সরব হন।সারা রাজ্য জুড়ে রবিবার এই ধর্ণা কর্মসূচির ডাক দেয় তৃণমূল। সেই মতো বাঁকুড়া জেলার ব্লকে,ব্লকে এদিন এই ধর্ণা কর্মসুচি পালন করা হয়।
👁️🗨️দেখুন🎦ভিডিও। 👇
Next Story