শহর বাঁকুড়া

জেলায় দুই পৃথক বজ্রপাতের ঘটনায় মৃত দুই,বাঁকুড়ার রাজগ্রামে মৃতের বাড়ীতে সমবেদনা জানাতে হাজির বিধায়ক নিলাদ্রি দানা।

জেলায় দুই পৃথক বজ্রপাতের ঘটনায় মৃত দুই,বাঁকুড়ার রাজগ্রামে মৃতের বাড়ীতে সমবেদনা জানাতে হাজির বিধায়ক নিলাদ্রি দানা।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : একদিনে জেলায় বাজ পড়ে জোড়া মৃত্যুর ঘটনা ঘটল। এদিন কাকভোরে বাঁকুড়ার রাজগ্রামের মল্ল পাড়ার বাসিন্দা এক মাছ ব্যাবসায়ী ভোলানাথ মল্ল মোটর বাইকে চড়ে যাওয়ার সময় আচমকা বাজ পড়ে মারা যান। অন্যদিকে,এদিনই সকাল সাতটা নাগাদ জেলার বড়জোড়া ব্লকের হাটআশুড়িয়া অঞ্চলের হরিণাগাড়া গ্রামে মাঠে চাষের কাজ করার সময় বাজ্রাঘাতে মারা যান বুধন বাউরী(৪০) নামে এক ব্যক্তি। তাকে স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে বড়জোড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে মৃতের পরিবারের পাশে দাঁড়ান স্থানীয় সিপিএম নেতৃত্ব।


অন্যদিকে,বাঁকুড়ার রাজগ্রামে মৃত ভোলানাথ মল্লের বাড়ীতে পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে ছুটে যান বাঁকুড়ার বিধায়ক নিলাদ্রি দানা। তিনি বলেন যেহেতু প্রাকৃতিক বিপর্যয়ে এই মৃত্যু হয়েছে তাই মৃতের পরিবারকে যেন সরকারি ক্ষতিপূরণ দেওয়া হয়, তার ব্যবস্থা করবেন।

👁️দেখুন 🎦ভিডিও। 👇



Next Story