শহর বাঁকুড়া

প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রস্তুতিতে বাঁকুড়ায় ইউনিক উদ্যোগ,মক ইন্টারভিউ ও ডেমো ক্লাসের আয়োজন UNIC কোচিং সেন্টারের।

প্রাথমিকের চাকরি প্রার্থীদের প্রত্যেকের জন্য মক ইন্টারভিউ নেন বিশেষজ্ঞ দল,আর এই ধরনের সুযোগ পেয়ে আপ্লুত চাকরি প্রার্থীরা। একইসাথে রাজ্য সরকারের কাছে তারা, প্রাথমিক শিক্ষক নিয়োগে পদের সংখ্যা আরও বাড়ানোর দাবীও তুলেছেন।

প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রস্তুতিতে বাঁকুড়ায় ইউনিক উদ্যোগ,মক ইন্টারভিউ ও ডেমো ক্লাসের আয়োজন UNIC কোচিং সেন্টারের।
X

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : পুজোর মরসুমের পরেই রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের কাজ শুরু করতে চলেছে সরকার।ইতিমধ্যে বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ।সারা রাজ্যে ১৩,৪২১ টি শূণ্যপদে নিয়োগ হবে। বাঁকুড়া জেলার টেট উত্তীর্ণ প্রাথমিকের চাকরি প্রার্থীদের আগাম প্রস্তুতির জন্য অভিনব উদ্যোগ নিল বাঁকুড়ার ইউনিক কোচিং সেন্টার। বাঁকুড়া শহরের জুনবেদিয়া বাইপাস মোড়ের গুইরাম ভবনে আয়োজন করে প্রারথমিকের চাকরি প্রার্থীদের মক ইন্টারভিউ এবং ডেমো ক্লাসের। বিশেষজ্ঞ টিম প্রত্যেকের জন্য মক ইন্টারভিউ নেন। এমনকি তাদের ঘাটতি গুলো চিহ্নিত করে, তা পুরণের দিশাও দেখান।এই ধরনের সুযোগ পেয়ে আপ্লুত চাকরি প্রার্থীরা।একইসাথে রাজ্য সরকারের কাছে তারা,প্রাথমিক শিক্ষক নিয়োগে পদের সংখ্যা আরও বাড়ানোর দাবী তুলেছেন।

বাঁকুড়া শহরের ইউনিক কোচিং সেন্টার দীর্ঘদিন ধরে সাফল্যের সাথে চাকরি প্রার্থীদের প্রশিক্ষণ দিয়ে আসছে। এবং এখান থেকে কোচিং নিয়ে অনেকেই চাকরি পেয়েছেন। এবার প্রাথমিকের চাকরি প্রার্থীদের ইন্টারভিউয়ের আগে আত্মবিশ্বাস বাড়ানো এবং ইন্টারভিউয়ের ধারনা দিতে এই মক ইন্টারভিউ এবং ডেমো ক্লাসের আয়োজন করা হয়েছে বলে ইউনিক কোচিং এর পক্ষ থেকে জানিয়েছে দেবাঞ্জলী দাস মোদক। তিনি জানান,বাঁকুড়া জেলা ও পড়শি জেলার থেকেও টেট উত্তীর্ণ প্রাথমিকের চাকরি প্রার্থীরা এই মক ইন্টারভিউ এবং ডেমো ক্লাসে অংশ নেন।বাঁকুড়ার এই কোচিং সেন্টারে কোচিং এর জন্য বিস্তারিত জানতে কল করে নিতে পারেন : 9083764320 নাম্বারে। এখন লাস্ট মিনিট প্রস্তুতির পাঠ মিলবে UNIC কোচিং সেন্টারে।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇


Next Story