শহর বাঁকুড়া

চাহিদার তুলনায় জেলায় রক্তের যোগানে ৫০% ঘাটতি,বঙ্কিম চন্দ্রের জন্ম জয়ন্তীতে রক্তদানে এগিয়ে এলেন অফিসাররা।

চাহিদার তুলনায় জেলায় রক্তের যোগানে ৫০% ঘাটতি,বঙ্কিম চন্দ্রের জন্ম জয়ন্তীতে রক্তদানে এগিয়ে এলেন অফিসাররা।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : কোভিড আবহে জেলার ব্ল্যাড ব্যাঙ্ক গুলিতে রক্তের ঘাটতি বেড়েই চলেছে। যা হিসেবে চাহিদার তুলনায় প্রায় আর্ধেক।এই অবস্থায় রক্তের চাহিদা মেটাতে এগিয়ে এলেন জেলার ডাব্লুবিসিএস অফিসারদের সংগঠন ডাব্লুবিসিএস (এক্সিকিউটিভ) অফিসার এসোসিয়েশন,বাঁকুড়া শাখা। আজ বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম জয়ন্তীতে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় শহরের চাঁদমারীডাঙ্গার ডিপিটিআরসি সভা কক্ষে। এই রক্তদান শিবিরের আনুষ্ঠানিক সুচনা করেন জেলাশাসক কে,রাধিকা আয়ার৷ তিনি কোভিড অতিমারীতে জেলার রক্তের ঘাটতি পূরণের জন্য জেলার বিভিন্ন সংস্থা, ক্লাব,সংগঠন,স্বেচ্ছাসেবী সংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানান।

জেলা শাসকের দাবী, জেলায় এই মূহুর্তে চাহিদার তুলনায় রক্তের প্রায় আর্ধেক ঘাটতি রয়েছে। এই চাহিদা মেটাতে অফিসাররা এগিয়ে আসায় তাদের ধন্যবাদও জানান তিনি।

👁️দেখুন 🎦ভিডিও। 👇


Next Story