বিন মাস্কে বাজারে ঘোরাঘুরি!শহরে অভিযান পুলিশের, আটক বেশ কয়েকজন।
BY Manasi Das5 Aug 2021 11:47 PM IST

X
Manasi Das5 Aug 2021 11:47 PM IST
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বৃহস্পতিবার রাতে বাঁকুড়া শহরের সুভাষ রোড,রানীগঞ্জ মোড় এলাকায় বিনা মাস্কে ঘোরাঘুরি বন্ধে বিশেষ অভিযান চালানো হয়। বাঁকুড়া সদর থানার এই বিশেষ অভিযানে রানীগঞ্জ মোড় থেকে কয়েকজন বিনা মাস্কে থাকা লোকজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। কোভিডের তৃতীয় ঢেউ দোরগোড়ায়। তবুও মাস্ক পরায় অনীহা রয়ে গেছে বেশ কিছু মানুষের। জনবহুল বাজারেও তারা বিনা মাস্কেই দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। এটা যেন তাদের রুটিন হয়ে দাঁড়িয়েছে। তাই এই সব বেয়াদব লোকজনকে শবক শেখাতেই বাঁকুড়া সদর থানা এই অভিযান চালায়
👁️দেখুন 🎦ভিডিও। 👇
Next Story