শহর বাঁকুড়া

বাঁকুড়া মেডিকেলে বিরল অস্ত্রপ্রচার করে, অ্যাড্রিনাল গ্রন্থির টিউমার বাদ দিলেন চিকিৎসকরা।

বাঁকুড়া মেডিকেলে বিরল অস্ত্রপ্রচার করে, অ্যাড্রিনাল গ্রন্থির টিউমার বাদ দিলেন চিকিৎসকরা।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন :বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে এই প্রথম অ্যাড্রিনাল গ্রন্থির টিউমারের বিরল অপারেশন হল। ডাক্তারী পরিভাষায় এই রোগের নাম অ্যাঞ্জিও মায়ো লাইপোমা। এই রোগে রক্তজালক ও চর্বি, রক্তনালী জুড়ে টিউমার ছড়িয়ে পড়ে।

বিষ্ণুপুরের বাসিন্দা বছর ৫৭ বয়সী সরস্বতী কবিরাজ পেটে ব্যাথা নিয়ে গত৫ই আগস্ট প্রথমে বিষ্ণুপুর হাসপাতালে ভর্তি হলে সেখানে আল্ট্রাসাউন্ড, ও সিটি স্ক্যান করে রোগ ধরা পড়লে বাঁকুড়া মেডিকেলে রেফার করা হয়।এর পর ডাঃ উৎপল দের নেতৃত্বের আট জনের মেডিকেল টিম ২৯ আগস্ট এই বিরল টিউমারের অপারেশন করেন।[playlist type="video" ids="649"]

সরস্বতী দেবীর এই টিউমারটির ওজন ছিল ১৭৫ গ্রাম। যেখানে অ্যাড্রিন্যাল গ্রন্থির স্বাভাবিক ওজন মাত্র ১০ গ্রাম। পাশাপাশি,টিউমারটির অবস্থানও জটিল ছিল।কিডনির ওপরে,লিভারের নীচে প্রধান রক্তনালীর পাশ থেকে অতি সতর্কতার সাথে টিউমারটি অপারেশন করে বাদ দেওয়া হয়।প্রায় তিন ঘন্টা ধরে চলে এই জটিল অপারেশন। এখন রোগীও সুস্থ আছেন। মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থ প্রতিম প্রধান বলেন বাঁকুড়া মেডিকেলে এই প্রথম এই জটিল অপারেশন হল।আগে এসব ক্ষেত্রে রোগীকে কলকাতায় রেফার করতে হত এখন অ্যান্যাসথেসিয়া ওয়ার্ক স্টেশনের সুবিধার খানিক উন্নতি হওয়ায় এমন জটিল অপারেশন করা সম্ভব হচ্ছে।[playlist type="video" ids="648"]

Next Story