জঙ্গলমহল খাতড়া

করোনা আক্রন্তের নিরিখে হাফ সেঞ্চুরি ছাড়াল বাঁকুড়া, কনটেইনমেন্ট জোনে ৩১ টি গ্রাম, বাফার জোনে ৭৬।

করোনা আক্রন্তের নিরিখে হাফ সেঞ্চুরি ছাড়াল বাঁকুড়া, কনটেইনমেন্ট জোনে ৩১ টি গ্রাম, বাফার জোনে ৭৬।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : মাসের প্রথম দিনেই জেলাতে রেকর্ড হারে বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা! ১লা জুন এক ধাক্কায় ১৩ জন সংক্রমিত হয়েছেন জেলায়। তা মঙ্গলবারের প্রকাশিত স্বাস্থ্য দপ্তরের কোভিড বুলেটিনে উল্লেখও আছে। আর একসাথে ১৩ জন আক্রান্তের ফলে জেলার মোট সংখ্যা হাফ সেঞ্চুরি ছাড়িয়ে ৫৬ তে পোঁছাল। আর এদিন সুস্থ হয়ে কেও ছাড়াও পাননি। জেলায় সক্রিয় কোভিড আক্রন্তের সংখ্যা ৩৮, যার মধ্যে ১৩ জন নুতন করে যুক্ত হলেন। ফলে জেলায় করোনা পরিস্থিতি দিন,দিন জটিল হবে এমন মনেকরা হচ্ছে তার গ্রাফ দেখে।

এদিকে, জেলা প্রশাসন এই অবস্থায় করোনা ঠেকাতে জেলার ২২ গ্রাম পঞ্চায়েতের ৩১ টি গ্রামকে কনটেইনমেন্ট জোন এবং তার সন্নিহিত ৭৬ টি গ্রামকে বাফার জোন হিসেবে চিহ্ণিত করে,সেখানে যাবতীয় বিধি লাগু করতে নির্দেশজারি করেছে। জেলার ছাতনা,শালতোড়া,খাতড়া,পাত্রসায়র,ইন্দাস ও কোতুলপুর ব্লকের ২২ টি গ্রাম পঞ্চায়েতের ৩১ টি গ্রাম কনটেইনমেন্ট জোন এবং ৭৬ টি গ্রামকে বাফার জোন ঘোষণা করেছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা শাসকের স্বাক্ষরিত এই নির্দেশ ব্লকে,ব্লকে বিডিওদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে ৩০ তারিখে। করোনা প্রভাবিত ব্লকের হিসেবে কোতুলপুর ব্লকে সবথেকে বেশী ৪৩ টি গ্রাম বাফার জোনে আছে বলে জেলা প্রশাসন সুত্রে জানা গেছে। নিয়ম মতো এই গ্রামগুলোতে ২১ দিনের মেয়াদ জারি থাকার কথা। তবে, তার আগে যদি কোন গ্রামের পরিস্থিতি সন্তোষজনক হয় এবং নুতন করে কেও আক্রান্ত না হন সেক্ষেত্রে প্রশাসন মেয়াদ কমিয়ে দেওয়ার পথে হাঁটতে পারেন। এমনটাও জানা যাচ্ছে। পাশাপাশি, প্রতিদিন নুতনকরে আক্রান্ত ও সুস্থ্য হওয়ার হিসেবের সাথে জেলার কনটেইনমেন্ট জোন ও বাফার জোনের সংখারও তারতম্য ঘটবে।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/fever-word-exclusive-update/img-20200427-wa0013/" rel="attachment wp-att-9015">

Next Story