জঙ্গলমহল খাতড়া

সাইকেলকে বাহন করে, গাছ লাগানোর বার্তা দিতে, বাংলার মন্ডপে,মন্ডপে ঘুরছেন কাঁচড়াপাড়ার তারক পাল।

সাইকেলকে বাহন করে, গাছ লাগানোর বার্তা দিতে, বাংলার মন্ডপে,মন্ডপে ঘুরছেন কাঁচড়াপাড়ার তারক পাল।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : সারা বাংলা যখন ঢাকের বাদ্যি আর আলোর রোশনাইয়ে মহা উৎসবে মাতোয়ারা, তখন কাঁচরাপাড়ার তারক পাল তার সাইকেল "অগ্নি"- কে বাহন করে, পরিবেশ বাঁচানোর বার্তা নিয়ে ঘুরছেন মন্ডপে,মন্ডপে।

ভারতের কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাট থেকে শিলং পার হয়ে তিনি পৌঁছেছেন বাঁকুড়ার সিমলাপাল স্কুল মোড়ে সার্বজনীন পূজোর মণ্ডপে।

তারক বাবুর একটাই লক্ষ্য,গাছকে বাঁচানো।

আর,সেই বার্তা দিতেই তার এই সাইকেলে চড়ে অভিনব দেশ পরিক্রমার কর্মসূচি।

তার অনুরোধ : গাছকে ভালোবাসুন,নিজের নামে,নিজের প্রিয়জনের নামে গাছ লাগান।

একদিন, আপনি পৃথিবী ছেড়ে চলে যাবেন, কিন্তু আপনার নামের গাছটি হয়তে বেঁচে থাকবে বহু বছর ।

আর,গাছটি বইবে আপনার স্মৃতি।

আমরা, দিন দিন সবুজ নিধনে মেতেছি! কিন্তু সবুজ বাতাবরন তৈরীর কাজটাতে কেও আর গুরুত্ব দিচ্ছিনা!

তাই, গ্লোবাল ওয়ার্মিং আমাদের পৃথিবী কে গিলে ফেললেও আমরা নির্বিকার!

এমন নির্বিকার থাকলে চলবে না আমাদের। সমস্যা কাটিয়ে তোলার একটাই উপায়,গাছ লাগানো।

তাই,গাছ লাগানের অঙ্গীকার আমাদের সকল কে করতে হবে।

সিমলাপালেও এসে এই বার্তায় দিযে গেলেন তারক বাবু।

পূজা কমিটির পক্ষ থেকে, নিরূপ রায়, কুন্তল বাবু,রামানুজ বাবুরা তারক বাবুর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে, গাছ লাগানোর অঙ্গীকার করেন।

#দেখুন ভিডিও।[embed]

Next Story