দেবীপুরে ফুটবল প্রতিযোগিতায় ফাইনালে উঠল বন্ধু একাদশ।
BY Bankura 24x715 Sep 2018 3:32 PM GMT

X
Bankura 24x715 Sep 2018 3:32 PM GMT
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : দেবীপুর বাসুলী সংঘ এর পরিচালনায় দুই-দিবসীও ফুটবল প্রতিযোগিতার আজ আনুষ্ঠানিক সূচনা হল। আজ প্রতিযোগিতার প্রথম দিনে, বাঁকুড়ার দেবীপুর বন্ধু একাদশ টাইব্রেকারে ৪-৩ গোলের ব্যবধানে বাঁকুড়ার কাটজুড়িডাঙ্গা স্বরস্বতী ক্লাব কে পরাজিত করে ফাইনালে খেলার ছাড়পত্র পেয়ে গেল। আজ আটটি দল এর মধ্যে খেলা হয়। আগামী কাল বাকি আট টি দল এর খেলা হবে।তার মধ্যে যে দল টি ফাইনালে উঠবে, তাদের সাথে দেবীপুর বন্ধু একাদশ ফাইনালে লড়াই হবে। আজ এই খেলায় স্থানীয় ফুটবল প্রেমীদের ভীড় ছিল নজর কাড়া।এদিনের খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন রেফারি অভিজিৎ ঘটক।
Next Story