ব্রেকিং নিউজ

ওয়ার্ল্ড টয়লেট ডে উপলক্ষে আয়োজিত জাতীয় স্তরের প্রতিযোগিতায়, দেশের সেরা দশ জেলা হিসেবে স্বীকৃতি মিলল বাঁকুড়ার।

ওয়ার্ল্ড টয়লেট ডে উপলক্ষে আয়োজিত জাতীয় স্তরের প্রতিযোগিতায়, দেশের সেরা দশ জেলা হিসেবে স্বীকৃতি মিলল বাঁকুড়ার।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বিশ্ব শৌচাগার দিবস উপলক্ষে আয়োজিত জাতীয় স্তরের প্রতিযোগিতায় সেরা দশের তালিকায় স্থান করে নিল বাঁকুড়া জেলা।

মিনিস্ট্রি অফ ড্রিংকিং ওয়াটার এন্ড স্যানিটেশন মন্ত্রকের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের ২৫ টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল মিলিয়ে মোট ৪১২টি জেলা অংশ নেয়। এবং দেশের সেরা দশ জেলার স্বীকৃতি দেওয়া হয়। এই সেরা দশে স্থান পায় বাঁকুড়া জেলা।

পাশাপাশি,এ রাজ্যের আরও এক জেলা মুর্শিদাবাদেরও স্বীকৃতি মেলে।

যদিও,প্রথম দশের নিরিখে যুগ্ম বিজয়ী ধরে মোট ১২ টি জেলার তালিকা ঘোষনা করেছে সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রক। এছাড়াও আরও ৩০ টি জেলাকে ভালো কাজের স্বীকৃতির নিরিখে নির্বাচিত করে অতিরিক্ত আরও একটি নামের তালিকার ঘোষনা করা হয়েছে। সেই তালিকাতেও বাংলার কোচবিহার জেলা স্থান করে নিয়েছে।

জেলার এই সাফল্যে খুশীর জোয়ার আধিকারিক মহলেও।

অতিরিক্ত জেলাশাসক(সাধারণ) অসীম কুমার বিশ্বাস বলেন,জেলার মহকুমাশাসক ও বিডিওদের অক্লান্ত পরিশ্রম এবং বিভিন্ন দপ্তর ও জন প্রতিনিধি এবং আম জনতার মিলিত টিমওয়ার্কের ফলেই, জাতীয় স্তরে আমরা এই প্রতিযোগিতায় সফল হয়েছি। দেশের সেরা দশ জেলার তালিকায় বাঁকুড়াও জায়গা করে নিয়েছে।

Next Story