বাজার-বানিজ্য

এবার বিকনার ডোকরা মেলায় নজর কাড়ছে অভিনব আঙ্গিকে তৈরী গয়নাগাটি ! কিনতে চাইলে পাড়ি দিন মেলা প্রাঙ্গণে। মেলা চলবে ৪ঠা নভেম্বর পর্যন্ত।

এবার বিকনার ডোকরা মেলায় নজর কাড়ছে অভিনব আঙ্গিকে তৈরী গয়নাগাটি !  কিনতে চাইলে পাড়ি দিন মেলা প্রাঙ্গণে। মেলা চলবে ৪ঠা নভেম্বর পর্যন্ত।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : এবার বাঁকুড়ার বিকনার ডোকরা মেলায় নজর কাড়ছে অভিনব ডোকরার গয়নাগাটি। ফিউশন ফ্যাশন জুয়েলারীর ক্যাটাগরিতে রয়েছে নুতন আঙ্গিকে বানানো ডোকরার গয়না।

গৃহবধু থেকে টিন এজের পড়ুয়াদেরও নজর কাড়ছে এই অভিনব গয়নার সম্ভার।

ভাবছেন পাড়ি দেবেন এই মেলায়? চলেই আসুন। নিজের চোখে দেখে নিতে পারবেন ডোকরা শিল্পের আঁতুড় ঘর, আর শিল্পীদের সাথে কথা বলে জেনে নিতে পারবেন এই শিল্পের সাত সতেরও।পাশাপাশি রয়েছে ডোকরার চিরাচরিত হাতি,ঘোড়া,পুতুল,দেব দেবীর মূর্তি,গৃহ সজ্জা সামগ্রীর কেনাকাটার সুযোগও ।

শুক্রবার এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হল।উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা, বিধায়ক অরূপ খাঁ, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) অঞ্জন চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।

এই মেলা চলবে ৪ঠা নভেম্বর পর্যন্ত। বেলা ১১টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত মেলা খোলা থাকবে। প্রতিদিন মেলায় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, পুতুল নাচ প্রভৃতিরও আয়োজন রয়েছে।

রাজ্য খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ,রুরাল ক্রাফট এন্ড কালচারাল হাব এবং বিকনা ডোকরা হস্তজাত কুটির শিল্প কল্যাণ সমিতির মিলিত উদ্যোগে এই তিনদিনের মেলার আয়োজন।

এই মেলা এবার চার বছরে পড়ল। ফলে,অন্যান্য বারের তুলনায় স্বভাবতই বেশী সাড়া মিলছে বেচা কেনায়। তাই, খুশী শিল্পীরাও।

আর, এক ছাদের তলায় হাজারো ডোকরা শিল্পের সম্ভার দেখে অভিভূত মেলা দেখতে আসা মানুষজনও।

#দেখুন ভিডিও।[embed]

Next Story