মেজিয়া-বড়জোড়া শিল্পাঞ্চল

রাত হলেই "জোড়া হাতি"-র আতঙ্কে ঘুম ছুটছে গ্রামবাসীদের। বিক্ষোভের মুখে বিট অফিসার ও বন কর্মীরা।

রাত হলেই জোড়া হাতি-র আতঙ্কে ঘুম ছুটছে গ্রামবাসীদের। বিক্ষোভের মুখে বিট অফিসার ও বন কর্মীরা।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : রাত হলেই "জোড়া হাতি"-র আতঙ্কে ঘুম ছুটছে বাঁকুড়া উত্তর রেঞ্জ ও বেলিয়াতোড় রেঞ্জের জঙ্গল লাগেয়া গ্রামগুলিতে। দিন কয়েক আগে, রাতের অন্ধকারে বেলিয়াতোড়ের বৃন্দাবনপুরে জোড়া হাতির হামলার রেশ কাটতে না কাটতেই সোমবার বেলবনি বিটের কালজুড়ি গ্রামে একই কায়দায় রাতের অন্ধকারে তিন দফায দুটি আবাসিক হাতি হামলা চালায়। গ্রামের একটি শিশু শিক্ষা কেন্দ্র সহ তিনটি দোকানে ভাঙ্গচুর চালিয়েছে। শিশু শিক্ষা কেন্দ্রের দরজা ভেঙ্গে মিড ডে মিলের ভাঁড়ারে থাকা চাল সাবাড় করেছে। একটি বাড়ীর সীমানার প্রাচীর ভেঙ্গে দিয়েছে গজ রাজ দ্বয়।

ঘটনাস্থলে পরিদর্শনে গেলে বিট আঅফিসার সহ বন কর্মীদের বিক্ষোভের মধ্যে পড়তে হয়। এখন হাতি দুটি স্থানীয় ধাদকার জঙ্গলে রয়েছে বলে জানা গেছে। এদিকে বেলবনির বিট অফিসার অশোক কর্মকার জানান দুটি আবাসিক হাতি এই হামলা চালিয়েছে। ক্ষতিগ্রস্তরা দপ্তরের নিয়ম মতো ক্ষতি পূরণ পাবেন। গ্রামের বাসিন্দা সঞ্জয় চৌধুরী জানান,হাতি দুটি তার ভ্যারাইটি স্টোরে হামলা চালায়। রাত হলেই তাই এই জোড়া হাতির হামলার আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। তাদের দাবী অবিলম্বে হাতির হানা ঠেকাতে ব্যবস্থা নিক বন দপ্তর। 'জোড়া হাতি'- র তান্ডব চিত্র।

Next Story