Home > জঙ্গলমহল খাতড়া > মায়ের হাতে খুন হওয়া শিশুকন্যটি কার ঔরসজাত ? তা,প্রমাণে ডিএনএ টেস্টের দাবী তুললেন শিশুর বাবা।
মায়ের হাতে খুন হওয়া শিশুকন্যটি কার ঔরসজাত ? তা,প্রমাণে ডিএনএ টেস্টের দাবী তুললেন শিশুর বাবা।
BY Bankura 24x731 Aug 2018 7:11 PM GMT

X
Bankura 24x731 Aug 2018 7:11 PM GMT
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন:সিমলাপালে এক বছরের শিশু কন্যা হত্যার ঘটনার আসল রহস্য উদঘাটনে এবার, ডিএনএ টেস্টের দাবী তুললেন মৃত শিশুর বাবা সঞ্জীব চট্টোপাধ্যায়।
তাকে আদালতে তোলার আগে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের কাছে তিনি এই দাবী তোলেন।
নিজেকে বিজ্ঞানের ছাত্র বলে পরিচয় দিয়ে, তিনি জানান, ডিএনএ পরীক্ষা করলেই আসল সত্য প্রকাশ পাবে। শিশুটি কার তাওপ্রমাণ হয়ে যাবে।
প্রসঙ্গত, সঞ্জীব বাবুর স্ত্রী অভিযোগ করেন যে, তার স্বামী সন্দেহ করত যে, এই কন্য সন্তানটি মামাবাড়ীর দাদু বা মামার ঔরসজাত সন্তান? সেই সন্দেহের জেরেই এমন ঘটনা ঘটে।
এপ্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে সঞ্জীব বাবু আসল রহস্য প্রকাশের জন্য ডিএনএ - পরীক্ষার দাবী তুলেছেন।পাশাপাশি, তার ওপর তোলা, স্ত্রীর সব অভিযোগ যে, মিথ্যা ও ভিত্তিহীন তাও এই ডিএনএ টেস্টে প্রমাণ হবে বলেও জানান সঞ্জীব বাবু।
Next Story