বাজার-বানিজ্য

চালু হচ্ছে ই -কমার্স সাইট। এবার, শিল্পীর বাড়ী থেকে সরাসরি বিদেশ পাড়ি দেবে বিষ্ণুপুরের টেরাকোটা,বালুচরী আর লন্ঠন! ফলে,ডলারে লাভ ওঠাবেন শিল্পীরা।

X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বিষ্ণুপুরের টেরাকেটা থেকে বালুচরী বা বাহারী লন্ঠন এবার শিল্পীর বাড়ী থেকে পাড়ি দেবে সরাসরি লন্ডন বা আমেরিকা!

হ্যাঁ, এমনই পরিকাঠামো গড়ে তোলার কাজ প্রায় শেষের মুখে। বিষ্ণুপুর মহকুমা প্রশাসন এবার আন্তর্জাতিক বাজারে বিষ্ণুপুরের হস্ত শিল্পীরা যেন নিজেরা সরাসরি ডলারে জিনিস বেচে মোটা টাকা আয় করতে পারেন, তার জন্য পুজোর আগেই ই -কমার্স সাইট চালু করছে।

অন লাইনে, এর ফলে শিল্পীরা নিজেরা সরাসরি জিনিস বেচতে পারবেন। আর এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে একটি বহুজাতিক কার্গো কোম্পানী। তারা শিল্পীদের অন লাইন ব্যবসার যাবতীয় পাঠ দেওয়ার পাশাপাশি, শিল্প সামগ্রী শিল্পীর বাড়ী থেকে সরাসরি বিশ্বের যে কোন জায়গায় পৌ্ছে দেবেন। ফলে বিশ্ব বানিজ্য এবার চলে আসবে মল্লভুমের বালুচরী,টেরাকোটা শিল্পীদের হাতের মুঠোয়। [playlist type="video" ids="892"]

আর ইচ্ছে করলে সহজেই শিল্পীরা হাজার,হাজার ডলার আয় করতে পারবেন। এত দিন ফড়ে বা মিডিলম্যানরা শিল্পীদের লাভের গুড় খেয়ে ফেলত। আর অন লাইন বিপননে নামলে শিল্পীরা পুরোলাভ নিজেদের ঘরে তুলতে পারবেন।

বহুজাতিক এই কার্গো কোম্পানীর আঞ্চলিক প্রবন্ধক জয় সিনহা বলেন, তাদের কোম্পানী সামাজিক দায় বদ্ধতা প্রকল্পে এবার এই হস্ত শিল্পীদের অন লাইন বিপননের পাঠ দেওয়ার কাজ শুরু করেছেন। বিষ্ণুপুরে তারা ধারাবাহিক ভাবপ সেমিনার,ওয়ার্কশপ করে শিল্পীদের অন লাইন ব্যবসায় পারদর্শিতার পাঠ দেবেন। এবং জেলার যে কোন প্রত্যন্ত গ্রামের শিল্পী অর্ডার পেলে সেই সামগ্রী বিশ্বের যেকোন প্রান্তে পৌঁছে দেওয়ারও পরিসেবা দেবেন।

এদিকে, বিষ্ণুপুরের মহকুমা শাসক মানস মন্ডল বাঁকুড়া২৪X৭ কে জানান,শীঘ্রই এই "ই -কমার্স "পোর্টাল চালু করা হচ্ছে। চালু হয়ে গেলেই বিশ্বব্যাপী শিল্পীরা নিজেরা সরাসরি তাদের শিল্পসামগ্রী সহজে বিক্রি করে বিদেশী মুদ্রা আয় করতে পারবেন। তবে সরকার এই প্ল্যাটফর্ম টা বনিয়েদিলেও শিল্পীদেরই নিজেদের উদ্যোগ নিয়ে অনলাইন বিপনন চালাতে হবে বলেও তিনি জানান।[playlist type="video" ids="895"]

Next Story