Home > জঙ্গলমহল খাতড়া > শহর বাঁকুড়া থেকে জঙ্গল মহল,সর্বত্র নাচে,গানে বসন্তের আবাহন, তারই টুকরো ছবি নিয়ে, দেখুন 🎦 ভিডিও কোলাজ।
শহর বাঁকুড়া থেকে জঙ্গল মহল,সর্বত্র নাচে,গানে বসন্তের আবাহন, তারই টুকরো ছবি নিয়ে, দেখুন 🎦 ভিডিও কোলাজ।
BY Bankura 24x721 March 2019 10:54 PM IST

X
Bankura 24x721 March 2019 10:54 PM IST
#বাঁকুড়া২৪X৭ প্রতিবেদন : জেলার জঙ্গল মহল থেকে শহর বাঁকুড়া। সর্বত্র রঙের উৎসবে মেতে উঠল বসন্তের আনন্দধারায়। শহরের খ্রিস্টান কলেজ গ্রাউন্ড হোক,বা ইন্দপুর বাংলা, কিমবা জঙ্গল মহলের সারেঙ্গা। নাচ,গানে বসন্ত বরণের সমাগমে মুখরিত হল আকাশ,বাতাস। তারই কিছু খন্ডচিত্র নিয়ে আমাদের "রঙ –কোলাজ"।
#দেখুন 🎦 ভিডিও 👇[embed]


Next Story




