জেলা জুড়ে কালবৈশাখীর দাপট, সাথে শিলা বৃষ্টি।নাজেহাল জন জীবন।
BY Bankura 24x76 April 2019 3:18 PM GMT

X
Bankura 24x76 April 2019 3:18 PM GMT
#বাঁকুড়া২৪X৭ প্রতিবেদন : আজ বিকেলে জেলা জুড়ে কালবৈশাখী ও শিলা বৃষ্টির তান্ডব চলল পুরো দমে। শহর বাঁকুড়া থেকে জেলার জঙ্গল মহল সর্বত্র ছিল কালবৈশাখীর দাপট। ঝড়ের ঝাপটায় বাঁকুড়া শহরের জুনবেদিয়া বাইপাস রাস্তায় বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে যায়। ওন্দা ব্লকের প্রতিনিধি অভিজিৎ ঘটক জানিয়েছেন, রতনপুরে কালবৈশাখীর দাপটে এলাকার স্বাভাবিক ছন্দ ব্যহত হয়। শিলা পড়ে ভালো মতো। খাতড়া মহকুমা জুড়েও ঝড় ও শিলা পাতের খবর মিলেছে। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এর প্রভাব আব্যাহত ছিল।তবে, বড়ো ধরনের ক্ষয়-ক্ষতির খবর মেলেনি। কিছু এলাকায় শিলার আঘাতে মরসুমী ফসল নষ্ট হয়েছে। ঝরে গেছে আমের জালিও। ক্ষতি হয়েছে পানের বোরোজ গুলিতেও।
#দেখুন 🎦 ভিডিও 👇[embed]
Next Story