ব্রেকিং নিউজ

আগামী ১৬ ফেব্রুয়ারী ছাতনায় মেগা আইনি পরিষেবা শিবিরে এবার মিলবে সরকারী পরিষেবা পাওয়ার সুযোগও। কারা এর আওতায় পড়বেন? জানতে, পড়ুন এই প্রতিবেদন।

আগামী ১৬ ফেব্রুয়ারী ছাতনায় মেগা আইনি পরিষেবা শিবিরে এবার মিলবে সরকারী পরিষেবা পাওয়ার সুযোগও। কারা এর আওতায় পড়বেন? জানতে, পড়ুন এই প্রতিবেদন।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : এবার আইনি পরিষেবা শিবিরে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক,দরিদ্র সীমার নীচে বসবাসকারী মানুষজন,শারীরিক ও মানসিক

প্রতিবন্ধী সহ বিভিন্ন ক্ষেত্রের পিছিয়ে পড়া মানুষজনদের কাছে নানা সরকারী পরিষেবার সুযোগ পৌঁছে দেওয়ার জন্য মেগা ক্যাম্পের আয়োজন করেছে জেলা আইনি পরিষেবা কেন্দ্রআগামী ১৬ ফেব্রুয়ারি জেলার ছাতনায় বাসুলী মন্দির প্রাঙ্গনে এই মেগা ক্যাম্প অনুষ্ঠিত হবে। জাতীয় আইনি পরিষেবা কেন্দ্রের নির্দেশিকা মেনে এই অভিনব শিবিরে সরকারী বিভিন্ন পরিষেবা দেওয়ার জন্য সরকারি দপ্তরের স্টল থাকছে।শ্রম দপ্তর,সমাজ কল্যাণ দপ্তর সহ প্রায় ১২ টি সরকারী দপ্তর তাদের স্টলে সংশ্লিষ্ট দপ্তরের পরিষেবার পসরা নিয়ে হাজির থাকবে।এই মহা শিবিরে অন্তত ১৫০০ মানুষের কাছে তাদের প্রাপ্য সরকারী সুযোগ,সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ মাত্রা রাখা হয়েছে বলে জানিয়েছেন,জেলা আইনি পরিষেবা কেন্দ্রের সচিব অনিরুদ্ধ সাহা। তিনি বলেন,রাজ্যে এমন উদ্যোগ এই প্রথম। এই মেগা ক্যাম্পের পর মানুষজন কতটা উপকৃত হলেন,বা,কোথাও ঘাটতি থাকলে,তা চিহ্ণিত করার জন্যও বিশেষ ব্যবস্থা থাকছে।আগামী ১৬ ফেব্রুয়ারি এই ক্যাম্পে যে কেও যোগ দিয়ে আইনি পরিষেবার পাশাপাশি, সরকারী পরিষেবা ও নিতে পারবেন। এর জন্য শিবিরে গিয়ে নাম নথিভুক্ত করালেই হবে।

#দেখুন 🎦ভিডিও👇[embed]

Next Story