জঙ্গলমহল খাতড়া

জঙ্গলমহলের সারেঙ্গায় মদের রমরমা ঠেকাতে মহিলারা মদ বিরোধী কমিটি গড়ে আন্দোলনে নামলেন।

জঙ্গলমহলের সারেঙ্গায় মদের রমরমা ঠেকাতে মহিলারা মদ বিরোধী কমিটি গড়ে  আন্দোলনে নামলেন।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জঙ্গলমহলের সারেঙ্গায় এবার ঢালাও মদ বিক্রীর প্রতিবাদে জোট বাঁধল এলাকার মহিলারা। শয়ে,শয়ে মহিলা মিছিল করে থানায় গন ডেপুটেশন দিল তারা।

পাড়ায়,পাড়ায় মদ বিক্রী ঠেকাতে এলাকার মহিলারা এক জোট হয়ে 'মদ বিরোধী কমিটি' গড়ে তোলেন। এবং এলাকায় মদের কারবার ঠেকাতে তারা নিয়মিত হানাদারিও চালান। এবার থানায় গণ স্বাক্ষর সম্বলিত ডেপুটেশন দিয়ে এলাকায় মদের রমরমা ঠেকানোর দাবী জানালেন তারা।পাশাোশি, এলাকায় নারী নির্যাতন বন্ধে পুলিশকে সচেষ্ট হওয়ারও দাবী জানান তারা। মদ বিরোধী কমিটির পক্ষে সুষমা মাহাত বলেন, জঙ্গল মহলের এই থানা এলাকায় মদে আসক্তি দিন,দিন বেড়ে যাওয়ায় সংসারে অশান্তি,নারী নির্যাতন বেড়ে গেছে। অনেক অল্প বয়সী ছেলেরাও নেশার কবলে পড়ছে। পাড়ায়,পাড়ায় অধিক মদ্যপানের জেরে অসুস্থ এমন রেগীর সংখ্যাও বাড়ছে। তাই নিজেদের সংসার নিজেরাই মদের গ্রাস থেকে বাঁচাতে আমরা এই কমিটি গড়ে আন্দোলনে নেমেছি। এতেও পুলিশ প্রশাসনের টনক না নড়লে পরে আরও বড়ো আন্দোলনে নামার হুমকীও দিয়েছেন সুষমা দেবী।

Next Story