শহর বাঁকুড়া

জেলায় মহরমের শোভাযাত্রায় নজর কাড়া লাঠি খেলা,ছোরা খেলা প্রদর্শণ।

জেলায় মহরমের শোভাযাত্রায় নজর কাড়া লাঠি খেলা,ছোরা খেলা প্রদর্শণ।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : আজ মহরম। মহরম মাসের দশম দিনের ইতিহাস যুগ,যুগ ধরে বেদনার স্মৃতি বয়ে চলেছে।

আজকের দিনেই কারবালার মরু প্রান্তরে হজরত মহম্মদের নাতি ইমাম হোসেন ও হাসানকে সপরিবারে হত্যা করেছিল স্বৈরাচারী ইয়াজিদ বাহিনী। সেই ঘটনার স্মরণেই মহরম পালিত হয়।

এই মহরম মাস আসলে শোকের মাস। হিসেবে পালন করেন মুসলিমরা। এছাড়াও এদিন রয়েছে আশুরা খাওয়ার রীতিও।

আজ সারাবিশ্বের সাথে বাঁকুড়াতেও পালিত হল মহরম। তাজিয়া নিয়ে বিভিন্ন মহল্লা থেকে শোভাযাত্রা শহর পরিক্রমা করে। চলে ছোরা খেলা ও লাঠি খেলাও।

অগনিত, ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষ এই শোভাযাত্রায় সামিল হন। কচিকাঁচারাও লাঠি খেলায় মুন্সিয়ানা দেখিয়ে সবার নজর কাড়ে।

#দেখুন ভিডিও।[embed]

Next Story