চাষ- আবাদ

এবার বাঁকুড়ার পুকুর থেকে ধরা টাটকা গলদা,ভেটকী,পাবদা পড়বে আম বাঁকড়ির পাতে।

এবার বাঁকুড়ার পুকুর থেকে ধরা টাটকা গলদা,ভেটকী,পাবদা পড়বে আম বাঁকড়ির পাতে।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : (EXCLUSIVE NEWS) এবার বাঁকুড়াবাসীর পাতে পড়বে বাঁকুড়ার পুকুর থেকেই ধরা টাটকা পাবদা,ভেটকী, চিংড়ি সহ হরেক মাছ! পাশাপাশি, মিলবে কই,মাগুর,শিঙ্গি,তেলাপিয়া থেকে রুই,কাতলা মৃগেলও। হ্যাঁ, বাঁকুড়াবাসীদের শুধু রসনা তৃপ্তিই নয়, সাথে অন্ধ্রের মাছের বাজারে থাবা বসানোর জন্যও তৈরী জেলার ছটি ব্লকের, বিশ্ব ব্যঙ্কের সহায়তায় চলা আদমী প্রকল্পের অধীন - জল ব্যবহারকারী সমিতির মৎসজীবীরা।

জেলার ছাতনা,শালতোড়া, গঙ্গাজলঘাটি, বাঁকুড়া ২ নাম্বার ব্লক,কোতুলপুর ও সিমলাপালের বিভিন্ন জলাধারে এই চাষ চলছে পুরোদমে।

প্রকল্পের ম্যানেজার হারাধন দাস জানিয়েছেন, ইতিমধ্যেই মাছ চাষে সফলতা মিলেছে। স্থানীয় বাজারে অন্ধ্রের মাছের জায়গায় থাবা বসিয়েছে এই মাছ। এবার ভেটকি,চিতল,চিংড়ির মতো মাছেরও জোগান মিলবে। তিনি আরও জানান, এই প্রকল্পে সমিতি গুলিকে মাছের চারা,মাছের খাবার, ও চাষের আধুনিক পদ্ধতি সহ নানা ক্ষেত্রে সহায়তা দেওয়া হচ্ছে। এবং তার সুফলও মিলছে হাতে,নাতে।

Next Story