বাঁকুড়ার নুতন পুলিশ সুপার হিসেবে আজ দায়িত্বভার গ্রহণ করলেন কোটেশ্বর রাও।
BY Bankura 24x717 Sep 2018 1:39 PM GMT

X
Bankura 24x717 Sep 2018 1:39 PM GMT
বাঁকুড়ার নুতন পুলিশ সুপার পদে আজ যোগ দিলেন কোটেশ্বর রাও। তিনি, ডায়মন্ডহারবার পুলিশ জেলার পুলিশ সুপারের পদ থেকে বদলী হয়ে বাঁকুড়ায় এলেন।
আজ বিদায়ী পুলিশ সুপার সুখেন্দু হীরার হাত থেকে নুতন পুলিশ সুপারের দায়িত্বভার গ্রহণ করলেন।
প্রসঙ্গত, বিদায়ী পুলিশ সুপার সুখেন্দু হীরা বিধান নগর পুলিশ কমিশনারেটে ডিসি, জোন -১ পদে বদলী হলেন।
Next Story